বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গাফিলতি কিনা দেখতে তদন্ত হওয়া উচিত, সেতু বিপর্যয় নিয়ে বললেন বাবুল

গাফিলতি কিনা দেখতে তদন্ত হওয়া উচিত, সেতু বিপর্যয় নিয়ে বললেন বাবুল

গাফিলতি কিনা দেখতে তদন্ত হওয়া উচিত, বললেন বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয় বলেন, সেতু ভেঙে পড়া নিয়ে রাজনীতি কাম্য নয়।

ফরাক্কা সেতু বিপর্যয়ের দায় কেন্দ্রের উপরে চাপিয়েছেন কংগ্রেস সাংসদ। সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ না করলেও নির্মাণকাজে গাফিলতির অভিযোগে তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় অবশ্য জানিয়েছেন, সেতু ভেঙে পড়া নিয়ে রাজনীতি কাম্য নয়। এনিয়ে প্রয়োজনীয় তদন্তও হবে।

রবিবার সন্ধ্যায় ভেঙে পড়ে নির্মীয়মান নয়া ফরাক্কা সেতুর একাংশ। সেতুটি জাতীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তৈরি হচ্ছিল। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় দু'জনের। আহত হন পাঁচজন। দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তবে উদ্ধারকারীদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সেতু বিপর্যয়কে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' হিসেবে মন্তব্য করে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে বাবুল বলেন, 'কেন এরকম হয়েছে, কারোর গাফিলতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে। তদন্ত হওয়া উচিত। গডকড়িজির (কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি) সঙ্গে কথা বলব।'

সেতু ভেঙে পড়ার পর থেকেই কাজে অনিয়ম হয়েছে বলে অভিযোগ ওঠে। বিপর্যয়ের দায় কেন্দ্রের বিজেপি সরকারের উপর চাপিয়ে অধীর বলেন, 'বিপর্যয়ের দায় কেন্দ্রের। তাদের উদাসীনতা ছিল। এটা অপরাধ। তদন্ত হোক।' তা নিয়ে বাবুল বলেন, 'এরকম ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। অধীরবাবু যদি জানতেন উদাসীনতা ছিল, তাহলে উনি জানাননি কেন? কদিন আগেই তো সংসদে গড়কড়িজির সঙ্গে দেখা হয়েছিল।'

বন্ধ করুন