বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিকুঞ্জে কি যাচ্ছেন?‌ আমন্ত্রণ এলো শিশির–পুত্রের থেকে

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিকুঞ্জে কি যাচ্ছেন?‌ আমন্ত্রণ এলো শিশির–পুত্রের থেকে

অভিষেক বন্দ্যোপাধ্যায় (ANI)

আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই সভায় যোগ দিলে কাঁথিতে তৃতীয়বার সভা করবেন অভিষেক। যেখানে সভা হবে সেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জ’ মাত্র ২০০ মিটার দূরে। গত দু’বারই শুভেন্দুকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক।

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে চায়ের আমন্ত্রণে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন নন্দীগ্রামের বিধায়ক। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল এবং মনোজ টিগ্গা। যুযুধান দুই প্রতিপক্ষ একে অপরকে সৌজন্য দেখানোয় বিধানসভায় তখন পারিবারিক পরিবেশ তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়কে ভাইয়ের মতো বলে সম্বোধন করেন। এমনকী তাঁর বাবা শিশির অধিকারী সিনিয়র নেতা বলে স্মরণ করেন এবং তাঁকে সম্মান করেন বলে জানান মুখ্যমন্ত্রী। এই ঘটনার পর এবার শোনা যাচ্ছে, শান্তিকুঞ্জে ‘চায়ের আমন্ত্রণে’ আসতে পারেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! কারণ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে শান্তিকুঞ্জে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী।

কেন হঠাৎ এমন আমন্ত্রণ করলেন দিব্যেন্দু?‌ এই নিয়ে বিশেষ কিছু বলতে চাননি দিব্যেন্দু। তবে সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টারস্ট্রোকের পর রাজ্য–রাজনীতিতে বিস্তর চর্চা শুরু হয়েছে। সেটারই ড্যামেজ কন্ট্রোল করতে এই পাল্টা চায়ের আমন্ত্রণ। তাছাড়া দিব্যেন্দু এখনও তৃণমূল কংগ্রেসেরই সাংসদ। তাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের টিকিটও নিশ্চিত করতে চান তিনি। বাড়ির দুই সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন। আর তা থেকেই শান্তিকুঞ্জের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে সেই সম্পর্ক অনেকটা রিপু করা যাবে।

ঠিক কী বলেছেন দিব্যেন্দু অধিকারী?‌ আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই সভায় যোগ দিলে কাঁথিতে তৃতীয়বার সভা করবেন অভিষেক। যেখানে সভা হবে সেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জ’ মাত্র ২০০ মিটার দূরে। গত দু’বারই শুভেন্দুকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক। পাল্টা আক্রমণ এসেছে নন্দীগ্রামের বিধায়কের থেকেও। তবে সৌজন্য পর্বের পর এবার অধিকারী বাড়িতেই চায়ের নিমন্ত্রণ পেলেন অভিষেক। এই বিষয়ে দিব্যেন্দু অধিকারী বলেন, ‘আমার বাড়ির দোরগোড়ার সভায় আছে অভিষেকের। এলে আমি চা খেতে আসতে বলব। উনি এলে খুশিই হবো।’

শান্তিকুঞ্জে কি আসবেন অভিষেক?‌ এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কোনও মন্তব্য এখনও করেননি। তবে সূত্রের খবর, তিনি সেখানে যাবেন না। কারণ সেখানে গেলে মানুষের কাছে ভুল বার্তা যাবে। রাজ্যের মানুষ আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখেন। সেখানে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এমন কোনও ভুল করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়া শান্তিকুঞ্জে দিব্যেন্দু একা থাকেন না। সেখানে আরও যাঁরা থাকেন তাঁদের সঙ্গে রাজনৈতিক দূরত্ব রয়েছে অভিষেকের এবং দলের। তবে অন্য কোথাও দেখা হলে চায়ের কাপ হাতে চর্চা হতেই পারে।

বন্ধ করুন