পশ্চিমবঙ্গের বকখালি সৈকতে ভেসে উঠল মায়ানমারের ইরাবতী ডলফিনের দেহ। শনিবার সকালে ডলফিনের দেহটি দেখা যায়। হেনরিজ আইল্যান্ডের কাছে এই ডলফিনটিকে দেখা যায়। এরপর ডলফিনটির মৃতদেহ উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। সৈকতেই ময়নাতদন্ত করা হয় ডলফিনটির। তা থেকে প্রাথমিক অনুমান করা হচ্ছে, সমুদ্রে কোনও জাহাজের ধাক্কায় মৃত্যু হয় ডলফিনটির।
জানা গিয়েছে, শনিবার সকালে বন দফতরের কাছে খবর আসে যে হেনরিজ আইল্যান্ডের সৈকতে ভেসে উঠেছে একটি ডলফিন। ডলফিনের দেহের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন নর্থ বকখালি বিটের বনকর্মীরা। বনকর্মীরা দেখেন, ডলফিনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি পচনও ধরতে শুরু করেছিল দলফিনটির দেহে। এই আবহে নামখানা ব্লক প্রাণী স্বাস্থ্য আধিকারিককে ডাকা হয় ঘটনাস্থলে। এরপর সমুদ্র সৈকতেই ডলফিনটির ময়নাতদন্ত করা হয়।
বনদফতরের তরফে জানানো হয়, এই ডলফিনটি প্রায় আট ফুট লম্বা এবং চার ফুট চওড়া। ডলফিনটির ওজন প্রায় ১২০ কেজি বলে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক মিলন মণ্ডল সংবাদমাধ্যমকে জানান, তাঁদের অনুমান, কয়েক দিন আগেই মৃত্যু হয়েছিল ডলফিনটির। সমুদ্রেহ ঢেউয়ে হেনরিজ আইল্যান্ডের সমুদ্রেতটে ভেসে আসে সেটি। মৃত ডলফিনটি ইরাওয়াডি ডলফিন বা ইরাবতী ডলফিন নামে পরিচিত।