বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ISKON: ইসকনের সন্ন্যাসীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, থানায় FIR দায়ের করলেন এক কর্মী

ISKON: ইসকনের সন্ন্যাসীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, থানায় FIR দায়ের করলেন এক কর্মী

প্রতীকী ছবি

ইসকনের এক নিরাপত্তারক্ষী থানায় অভিযোগ দায়ের করে দাবি করেছেন, তাঁকে নিজের চেম্বারে ডেকে পাঠান ইস্কনের কো - অর্ডিনেটর। এর পর তাঁকে গুহ্যসঙ্গমে বাধ্য করেন তিনি। সন্ন্যাসীর অত্যাচারে তাঁর পায়ু ক্ষতবিক্ষত হয়ে যায়।

মায়াপুরে ইস্কন মন্দিরের চিফ কো- অর্ডিনেটরের বিরুদ্ধে গুহ্যসঙ্গমে বাধ্য করার অভিযোগ দায়ের হল থানায়। ইস্কনের ৫ জন কর্মীকে তিনি যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। ওদিকে অভিযোগ দায়ের হতেই গায়েব হয়ে গিয়েছেন ওই সন্ন্যাসী। অভিযোগ দায়ের হতেই তাঁকে সাময়িক বরখাস্ত করেছে ইসকন কর্তৃপক্ষ।

ইসকনের এক নিরাপত্তারক্ষী থানায় অভিযোগ দায়ের করে দাবি করেছেন, তাঁকে নিজের চেম্বারে ডেকে পাঠান ইস্কনের কো - অর্ডিনেটর। এর পর তাঁকে গুহ্যসঙ্গমে বাধ্য করেন তিনি। সন্ন্যাসীর অত্যাচারে তাঁর পায়ু ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনার কথা কাউকে জানালে কাজ থেকে বহিষ্কার করা হবে বলে হুমকি দেন ওই সন্ন্যাসী। একই ভাবে আরও ৫ জন নিরাপত্তারক্ষীকে ওই সন্ন্যাসী গুহ্যসঙ্গমে বাধ্য করেছেন বলে অভিযোগ।

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন এক নিরাপত্তারক্ষী। অভিযোগের ভিত্তিতে সন্ন্যাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ওদিকে ইসকনের তরফে বিজ্ঞপ্তি জারি করে সন্ন্যাসীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সঙ্গে শৃঙ্খলারক্ষা কমিটিকে তদন্ত করে দ্রুত রিপোর্ট পেশ করতে বলেছে ইসকন কর্তৃপক্ষ।

কর্মীরা জানাচ্ছেন, ওই সন্ন্যাসীর বিরুদ্ধে এর আগেও একাধিকবার কর্মীদের যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অভিযুক্তের দাবি, তাঁকে কালিমালিপ্ত করতে এই সব অভিযোগ আনা হচ্ছে।

 

বন্ধ করুন