রাতে বোমাবাজির রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে উত্তর ২৪ পরগনার জগদ্দলে ফের বোমা বিস্ফোরণ। এদিন সকালে এলাকায় পুলিশ আধিকারিকরা তল্লাশি চালানোর সময়ই বিস্ফোরণ হয়। এর পর ২টি বাড়ির মধ্যের ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়ে ২টি কৌটো বোমা উদ্ধার করে পুলিশ। রবিবারের রাতের বোমাবাজির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। ৪ আহতের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার সকালে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে প্রাক্তন সেনাকর্মী সুরেশ মাহাতোর বাড়িতে ছিল বিয়ের অনুষ্ঠান। রাতে লাউড স্পিকার বাজানো নিয়ে প্রতিবেশী আশিক খানের সঙ্গে তাঁর বিবাদ বাঁধে। এর পরই মুড়ি মুড়কির মতো এলাকায় পড়তে থাকে বোমা। বোমার আঘতে জখম হয় ৪ জন। তাদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর হওয়ায় আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তবে বোমা কে ছুঁড়েছে তা জানা যায়নি।
রবিবার সকালে এলাকায় তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকরা। তখনই ফের বিকট বোমা ফাটার শব্দ পাওয়া যায়। দেখা যায় ঘনবসতিপূর্ণ এলাকায় ২টি বাড়ির মাঝখানের ফাঁকা জায়গা ভরে গিয়েছে ধোঁয়ায়। এর পর ওই জায়গায় তল্লাশি চালিয়ে ২টি কৌটো বোমা উদ্ধার করে পুলিশ। এলাকায় আরও বোমা মজুত রয়েছে বলে অনুমান পুলিশ আধিকারিকদের। সেই বোমা উদ্ধারে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন তাঁরা।
ওদিকে এই ঘটনায় রবিবার সকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম জানা যায়নি। বিয়ে বাড়িতে কোথা থেকে বোমা এল তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে।