অযোধ্যায় রাম লালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার দিনই কলকাতাসহ জেলায় জেলায় ‘সংহতি যাত্রা’র ডাক দিয়েছিল তৃণমূল। কলকাতার মিছিলে হাঁটেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরে যা হল তাতে ঢোঁক গিলছেন তৃণমূল নেতারাই। সেখানে তৃণমূলের সম্প্রীতি মিছিলে উঠল জয় শ্রী রাম স্লোগান। সেই স্লোগানে গলা মেলালেন ব্লক সভাপতি মর্জিনা বিবি থেকে জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম।
গোটা রাজ্যের মতো সোমবার বিকেলে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূলের তরফে ‘সংহতি যাত্রা’র আয়োজন করা হয়। বিডিও অফিসের সামনে থেকে শুরু হয় মিছিল। মিছিলে নেতৃত্ব দেন নব নিযুক্ত ব্লক সভানেত্রী মর্জিনা খাতুন। মিছিলে ছিলেন ব্লক তৃণমূলের তাবড় নেতারা। ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। সহ সভাপতি হারাধন দাস। মিছিল কিছুদূর এগোতেই ওঠে জয় শ্রী রাম স্লোগান। সেই স্লোগানে গলা মেলাতে শোনা যায় মর্জিনা, রবিউলকে। সেই ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়।
তৃণমূলের মিছিলে জয় শ্রী রাম স্লোগান নিয়ে মর্জিনা খাতুন বলেন, ‘আল্লাহ ও রাম একই। আমরা জয় শ্রী রাম, আল্লা হু আকবর দুই-ই বলতে পারি। রাম রহিম এক হ্যায়, এই আদর্শে বিশ্বাস করে তৃণমূল। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই।’
তৃণমূলের মিছিলে জয় শ্রী রাম স্লোগানকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, এ তো ভূতের মুখে রাম নাম! মরণকালে এখন রামের নাম নিয়ে তৃণমূল নেতারা বাঁচার চেষ্টা করছেন। কিন্তু এতে কাজ হবে না। ভন্ড রামভক্তদের মানুষ চেনে। এখন আর রাম নাম নিয়ে তৃণমূলের হাল ফিরবে না।
হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের হাল বরাবরই খারাপ। পঞ্চায়েত ভোটে দলের ফল খারাপ হওয়ার পর থেকে সেখানে তৃণমূলের কোন্দল চরমে পৌঁছেছে। এদিনও মর্জিনা খাতুনের পালটা সংহতি যাত্রা করেন ব্লক তৃণমূলের চেয়ারম্যান জিয়াউর রহমান।
এদিন কলকাতায় হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত সংগতি মিছিলে হাঁটেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরুর আগে যান কালীঘাট মন্দিরে। পথে মসজিদ, গুরুদ্বারেও শ্রদ্ধা জানাতে দেখা যায় মমতাকে। মিছিল শেষে পার্ক সার্কাস ময়দানে বক্তব্য রাখেন মমতা। বলেন, ‘কাফের, কাপুরুষরা ভয় পায়। আমরা ভয় পাই না। আমরা লড়াই করি। লড়াই সবে শুরু হয়েছে। সম্প্রীতি রক্ষার লড়াই। এই লড়াই জারি থাকবে।’ এদিন মমতা দাবি করেন, বিজেপির বিরুদ্ধে লড়াই থেকে তিনি পিছু হঠবেন না।