স্কুল শিক্ষকরা গৃহশিক্ষকতা করতে পারবেন না। এনিয়ে দীর্ঘদিন ধরেই নানা টানাপোড়েন চলেছে। এদিকে গৃহশিক্ষকদের সংগঠনের তরফে জেলায় জেলায় স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের ব্যাপারে নানা চেষ্টা করা হয়েছে। তাদের বাড়ির সামনে বিক্ষোভও হয়েছে। কিন্তু এবার পালটা বিক্ষোভের মুখে পড়লেন গৃহশিক্ষকদের সংগঠনের নেতা। জলপাইগুড়ির ধূপগুড়ির ঘটনা।
পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির নেতা সঞ্জয় ভদ্রের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের দাবি, স্কুল শিক্ষকদের অনেকেই আর গৃহশিক্ষকতা করতে চাইছেন না। এর জেরে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। এর জেরে পরীক্ষার মুখে সমস্যায় পড়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা।
এদিকে সরকারি নির্দেশ অনুসারে স্কুল শিক্ষকরা গৃহশিক্ষকতা করতে পারেননা। অন্য়দিকে যারা স্কুল শিক্ষক হয়েও গৃহশিক্ষকতা করছেন তাদের বিরুদ্ধেও ক্রমাগত আন্দোলন করছেন গৃহশিক্ষক কল্যাণ সমিতি। তাদের তালিকাও তুলে দিয়েছেন শিক্ষা দফতরের হাতে। এর জেরে অনেকেই বন্ধ করে দিয়েছেন গৃহশিক্ষকতা। তার জেরেই এবার পালটা বিক্ষোভ দেখানো শুরু করল ছাত্রছাত্রীরা। এনিয়ে এবার নয়া সংঘাত ধূপগুড়িতে। কিন্তু প্রশ্ন উঠছে স্কুলে যারা পড়ান তাঁদের গৃহশিক্ষকতা করার দরকার কী। তাঁরা স্কুলেই তো পড়ুয়াদের পাচ্ছেন। সেখানে কী তাঁরা ঠিকঠাক পড়ান না?
পড়ুয়াদের এই আন্দোলনের পেছনে স্কুল শিক্ষকদের উসকানি রয়েছে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে।