দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। আগামী ৩১ মার্চ ভবনের উদ্বোধন করা হতে পারে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছিলেন। আর স্থায়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেও ভার্চুয়ালি প্রধানমন্ত্রী মোদী যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। এছাড়াও, বহু ভিভিআইপি উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: এবছরই স্থায়ী ভবনে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কাজ শুরু হবে, জানালেন বিচারপতি বসু
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো হতে পারে। এছাড়া, উদ্বোধনে থাকবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কেন্দ্রীয় আইনমন্ত্রী, রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমুখও। যেহেতু উদ্বোধনকে কেন্দ্র করে ভিভিআইপিরা উপস্থিত থাকবেন সেই কারণে স্বাভাবিকভাবেই নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হবে। নিরাপত্তা নিয়ে খতিয়ে দেখার জন্য কিছুদিনের মধ্যেই শুরু করা হবে। জানা গিয়েছে, সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি শম্পা সরকার সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ পরিদর্শন করেন। তখনই তিনি জানিয়েছিলেন, মার্চের মধ্যে সার্কিট বেঞ্চে কাজ শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। দ্রুত গতিতে কাজ চলছে। কাজ পরিদর্শনের জন্য মার্চের তৃতীয় সপ্তাহে ফের তিনি সার্কিট বেঞ্চ পরিদর্শন করবেন বলে জানিয়েছিলেন।
জানা গিয়েছে, বিচারপতিদ্বয়ের সার্কিট বেঞ্চ ভবনের কাজ পরিদর্শনের পরেই জেলা প্রশাসনকে ৩১ মার্চ ভবনের উদ্বোধনের বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। যদিও সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। কিছু রঙের কাজ বাকি আছে। আদালতে এবং অফিসঘরে আসবাব তৈরির কাজ এখনও বাকি রয়েছে। এছাড়াও আরও বেশকিছু কাজ বাকি আছে।
উল্লেখ্য, সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনটি পাঁচতলার। দীর্ঘ জটে আটকে থাকার পর কাজ শুরু হয়। প্রায় চারশো কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই ভবন। এই ভবনে প্রধান বিচারপতির এজলাস সহ রয়েছে ১৩টি এজলাস। পাঁচটি ডিভিশন বেঞ্চ এবং সাতটি সিঙ্গল বেঞ্চ বসবে।
প্রসঙ্গত, সার্কিট বেঞ্চে অস্থায়ী ভবনের কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। নরেন্দ্র মোদী সেই সময় ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে জনসভায় এসেছিলেন। পরে সরকারি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এই বেঞ্চের উদ্বোধন করেন। তা নিয়ে সেই সময় কম রাজনৈতিক তরজা হয়নি। সেই অনুষ্ঠানে রাজ্য সরকারের কোনও প্রতিনিধি অংশগ্রহণ করেনি। হাই কোর্টের কোনও প্রতিনিধিকে দেখা যায়নি। পরে ২০১৯ সালের মার্চে সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের কাজের সূচনা অনুষ্ঠানে হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি-সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী উপস্থিত ছিলেন।