একটি সংস্থার কাছ থেকে চিকিৎসার সরঞ্জাম কিনেও টাকা মেটায়নি পুরসভা। সেই মামলায় পুরসভাকে দুমাসের মধ্যে সুদ সহ বকেয়া টাকা মেটানোর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জলপাইগুড়ির মালবাজার পুরসভার বিরুদ্ধে টাকা না মেটানোর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেছিল ওই সংস্থা। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।
মামলার বয়ান অনুযায়ী, কলকাতার রমা এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার কাছ থেকে ১৪ লক্ষ টাকার সরঞ্জাম কিনেছিল ওই পুরসভা। ২০১৯ সালে পুরসভার তরফে চিকিৎসার এই যন্ত্র কেনা হয়েছিল। কিন্তু সংস্থার তরফে একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও সেই টাকা মেটায়নি পুরসভা। তারপরে পুরসভার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল ওই সংস্থা। তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছে, তারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা চালাচ্ছেন। ফলে ১৪ লক্ষ টাকা আটকে থাকায় তাদের পক্ষে ব্যবসা চালানো খুব অসুবিধা হচ্ছে। সংস্থার আইনজীবী জানিয়েছেন, ১৪ লক্ষ টাকার ওই যন্ত্র কিনে মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে দান করেছিল পুরসভা। টেন্ডার ডেকেই পুরসভার তরফে এই সরঞ্জাম কেনা হয়েছিল। কিন্তু তারপরও তারা টাকা মেটাচ্ছে না।
যদি মালবাজার পুরসভার তরফে দাবি করা হয়েছে, ওই যন্ত্রটি খারাপ ছিল। ঠিক ভাবে কাজ করছিল না। এর জন্য পুরসভা বেশ কিছু নথি আদালতে পেশ করে। তবে টাকা যে বাকি ছিল পুরসভা সেই কথা স্বীকার করে নেয়। তারপরেই আদালত ৫ শতাংশ সুদে দু-মাসের মধ্যে পুরসভাকে বকেয়া টাকা মেটাতে বলেছে। আদালতের এই রায়ে খুশি ওই সংস্থা।