বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মোটা টাকা ফি চাওয়াই কাল হল, জলপাইগুড়িতে ধরা পড়ল ক্লাস টু পাশ ডাক্তার

মোটা টাকা ফি চাওয়াই কাল হল, জলপাইগুড়িতে ধরা পড়ল ক্লাস টু পাশ ডাক্তার

ধৃত ভুয়ো ডাক্তারকে থানায় নিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা।

পুলিশি জেরায় ধৃত স্বীকার করেছে সে তৃতীয় শ্রেণি উত্তীর্ণ। বাড়়ি মুর্শিদাবাদে। নিজেকে পেশায় কবিরাজ বলে দাবি করে সে। জানায় বংশপরম্পরায় পাওয়া ওষুধ তিনি দিয়েছিলেন।

রাজ্যে ফের ধরা পড়ল ভুয়ো ডাক্তার। এবার ‘চিকিৎসা’ করার নামে মোটা টাকা দাবি করে পুলিশের কাছে জমা পড়লেন মুর্শিদাবাদের যুবক। ঘটনা জলপাইগুড়ির বানারহাটের। ধৃতের নাম রংবাজ শেখ।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার জলপাইগুড়ির গয়েরকাটায় রংবাজ শেখ ব্যক্তি গিয়ে দাবি করেন, তিনি সমস্ত রোগের চিকিৎসায় পারদর্শী। এর পর স্থানীয় সুভাষপল্লি এলাকায় এক বিশেষভাবে সক্ষম শিশুর চিকিৎসায় তাকে নিয়ে যান এলাকার বাসিন্দারা। কিছু ওষুধ দিয়ে পরিবারের কাছে ২৮,০০০ টাকা দাবি করেন তিনি। কিন্তু অত টাকা দিতে বেঁকে বসেন রোগীর পরিবারের লোকেরা। পালটা চিকিৎসকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখতে চান তাঁরা। তখনই নানা অসংলগ্ন কথা বলতে শুরু করেন রংবাজ শেখ। এর পর খবর দেওয়া হয় পুলিশে।

‘বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করা যাবে না’‌, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

পুলিশি জেরায় ধৃত স্বীকার করেছে সে তৃতীয় শ্রেণি উত্তীর্ণ। বাড়়ি মুর্শিদাবাদে। নিজেকে পেশায় কবিরাজ বলে দাবি করে সে। জানায় বংশপরম্পরায় পাওয়া ওষুধ তিনি দিয়েছিলেন।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। উত্তরবঙ্গে ভুয়ো ডাক্তারের সন্ধানের খবর নতুন নয়। তবে চিকিৎসা করে একেবারে মোটা টাকা দাবি করার ঘটনা এর আগে শোনা যায়নি। অভিযুক্তের দাবি, পেটের দায়ে এই কাজ করেছে সে।

 

বন্ধ করুন