বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্বামীর মৃত্যুর ১ মাসের মাথায় উদ্ধার দিদিমণির ঝুলন্ত দেহ, খুনে অভিযুক্ত ছেলে

স্বামীর মৃত্যুর ১ মাসের মাথায় উদ্ধার দিদিমণির ঝুলন্ত দেহ, খুনে অভিযুক্ত ছেলে

অভিযুক্ত পাভেলকে জেরা করছেন প্রতিবেশীরা।

কিন্তু বেলা বাড়লেও দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তখন তাঁরা বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কেউ সাড়া দেননি। এর পর প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

বাবার মৃত্যুর পর মাস খানেক কাটতে না-কাটতে মা-কে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের বাবুপাড়ায়। নিহত মিষ্টি মুখোপাধ্যায় পেশায় শিক্ষিকা। ছেলে পাভেলকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, ঠিক ১ মাস ৪ দিন আগে মৃত্যু হয় মিষ্টিদেবীর স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়ের। তার পর ছেলে পাভেলের সঙ্গে থাকতেন তিনি। রবিবার ভোরে ছেলের সঙ্গে তাঁর ব্যাপক বিবাদ হয়। বিবাদের জেরে সকালে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পর ফের সব শান্ত হয়ে যায়।

কিন্তু বেলা বাড়লেও দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তখন তাঁরা বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কেউ সাড়া দেননি। এর পর প্রতিবেশীরা পুলিশে খবর দেন। কোতয়ালি থানার পুলিশকর্মীরা এসে দরজা ভেঙে বাড়িতে ঢুকে দেখেন, ঘরের সব জিনিস লন্ডভন্ড। একটা খাটে ঘুমাচ্ছেন পাভেল। তার পাশে জানলায় ঝুলছে তাঁর মায়ের দেহ।

দেহ উদ্ধার করে পাভেল মুখোপাধ্যায়কে আটক করে পুলিশ। স্থানীয়দের দাবি, মাকে খুন করে থাকতে পারেন পাভেল। ঘটনার তদন্তের দাবি করেছেন স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। সাত সকালে বসতবাড়ি থেকে দিদিমণির দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

 

বন্ধ করুন