Modi vs Mamata over Jalpaiguri violence: ‘দেশ বানান, কাহিনি নয়’, নাগরাকাটার হিংসা নিয়ে মোদী আক্রমণ করতেই পালটা তোপ মমতার
Updated: 07 Oct 2025, 06:41 AM IST Ayan Das 07 Oct 2025 north bengal flood, mamata banerjee, pm modi, nagrakata, khagen murmu, Modi vs Mamata over Jalpaiguri violence, উত্তরবঙ্গে বন্যা, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী, নাগরাকাটায় হিংস, খগেন মুর্মুকে আক্রমণ নাগরাকাটায়উত্তরবঙ্গে বিপর্যয়ের মধ্যে জলপাইগুড়ির নাগরাকাটায় ... more
উত্তরবঙ্গে বিপর্যয়ের মধ্যে জলপাইগুড়ির নাগরাকাটায় হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষ। সেই ঘটনার নিন্দা করে রাজ্য ও শাসক দলকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, রাজনীতি করছেন মোদী।
পরবর্তী ফটো গ্যালারি