চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশলবরণ চক্রবর্তীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ পরে প্রতিবাদে জলপাইগুড়ির শিক্ষক সমাজ। ৬ ডিসেম্বর জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজের অধ্যাপকরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বী হওয়ায় অধ্যাপকের ওপর আক্রমণের থেকে জঘন্য ঘটনা কিছু হতে পারে না বলে মত প্রতিবাদকারীদের।
আনন্দচন্দ্র কলেজের অধ্যাপক তন্ময় দত্ত জানান, ‘গতকাল বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশলবরণ চক্রবর্তীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি আমরা। এর পাশাপাশি বিগত কয়েক মাস ধরে সেই দেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদ জানাই। ধিক্কার জানাই ধর্মীয় কারণে মানুষের ওপর নির্যাতন চালানোর থেকে বর্বর কিছু হতে পারে না।’ তাঁর দাবি, ‘অবিলম্বে সমস্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে এই আশা রাখছি।’
এই প্রসঙ্গে আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ দেবাশিস দাস বলেন, ‘গতকাল বাংলাদেশের চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক কুশলবরণ চক্রবর্তীকে যে ভাবে নিগ্রহের শিকার হতে হয়েছে তাতে আমরা মর্মাহত। আমরা আনন্দচন্দ্র কলেজের শিক্ষক সংঘের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। সেই সঙ্গে যাতে সেই দেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে এবং দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকে সেই আশা রাখছি।’
গত অগাস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই সেদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। মারধর তো আছেই, হিন্দুদের বাড়ি - ঘর, দোকান, মন্দির ভাঙচুর চলছে অবাধে।