ট্র্যাডিশন বজায় রাখল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। এবারও সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা মেন (JEE Main) পরীক্ষায় ভালো ফল করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পড়ুয়ারা। এবার ৯৯.৭১ পার্সেন্টাইল নিয়ে বিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন অনীক পাঁজা। সবমিলিয়ে ৯৯ পার্সেন্টাইলের ঘরে আছেন ১৩ ছাত্র। ৯৮ পার্সেন্টাইলের ঘরেও আছেন অনেকে।
শনিবার JEE Main-র দ্বিতীয় সেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। ১০০ পার্সেন্টাইলে আছেন ৪৩ জন। সর্বাধিক ১১ জন 'টপার' পেয়েছে তেলাঙ্গানা। রাজস্থান এবং অন্ধপ্রদেশ থেকে ১১০ পার্সেন্টাইলে আছেন পাঁচজন করে প্রার্থী। ১০০ পার্সেন্টাইল নিয়ে কলকাতা থেকে শীর্ষস্থান দখল করেছে ডিপিএস রুবি পার্কের সোহম দাস। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের কোনও পড়ুয়া ১০০ পার্সেন্টাইলে না থাকলেও সার্বিকভাবে খুব ভালো ফল হয়েছে।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের JEE Main-র ফলাফল
১) অনীক পাঁজা: ৯৯.৭১ পার্সেন্টাইল।
২) স্বস্তিক সামন্ত: ৯৯.৬৬ পার্সেন্টাইল।
৩) কিরিত মৈত্র: ৯৯.৬৪ পার্সেন্টাইল।
৪) শুভায়ু মাজি: ৯৯.৬২ পার্সেন্টাইল।
৫) সায়ন সাহা: ৯৯.৫৫ পার্সেন্টাইল।
৬) অর্কদীপ ঘড়া: ৯৯.৫৩ পার্সেন্টাইল।
৭) অর্ণব সর্দার: ৯৯.৫২ পার্সেন্টাইল।
৮) অর্ক ঘোষ: ৯৯.৩২ পার্সেন্টাইল।
৯) সৌম্যজিৎ হালদার: ৯৯.২৮ পার্সেন্টাইল।
১০) আয়ুষ্মান ঘোষ: ৯৯.২৭ পার্সেন্টাইল।
১১) শিবায়ন মৈত্র: ৯৯.২৩ পার্সেন্টাইল।
১২) অয়ন দাস: ৯৯.২০ পার্সেন্টাইল।
১৩) দেবাঙ্ক হালদার: : ৯৯.১০ পার্সেন্টাইল।
১৪) অঙ্কন বণিক: ৯৮.৮৭ পার্সেন্টাইল।
১৫) স্বরূপ মণ্ডল: ৯৮.৭৯ পার্সেন্টাইল
১৬) সৌদীপ্ত কোলে: ৯৮.৭৪ পার্সেন্টাইল।
১৭) সৌম্যদীপ সামন্ত: ৯৮.৭৪ পার্সেন্টাইল।
১৮) শিবেন্দু নাথ: ৯৮.৭১ পার্সেন্টাইল।
১৯) মৈনাক সরকার: ৯৮.৬৬ পার্সেন্টাইল।
২০) সৌরদীপ সাহু: ৯৮.৫৯ পার্সেন্টাইল।
২১) অনীশ মণ্ডল: ৯৮.৫৪ পার্সেন্টাইল।
২২) অভিরূপ পাল: ৯৮.৪০ পার্সেন্টাইল।
২৩) সংগীত কর্মকার: ৯৮.১২ পার্সেন্টাইল।
আরও পড়ুন: HS 2023 Result Date: কবে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে? জানাল সংসদ
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)