বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রশাসক নিয়োগের নির্দেশিকাকে অগ্রাহ্য করে ঝালদায় পুরবোর্ড গঠনের দাবি কংগ্রেসের

প্রশাসক নিয়োগের নির্দেশিকাকে অগ্রাহ্য করে ঝালদায় পুরবোর্ড গঠনের দাবি কংগ্রেসের

ফাইল ছবি

গত মাসেই ঝালদায় পতন হয়েছে তৃণমূলি পুরবোর্ডের। তার পর নতুন বোর্ড গঠন করতে শনিবার সভা ডাকে প্রশাসন। শুক্রবার এক নির্দেশিকায় কলকাতা হাইকোর্ট জানায়, আগামী বুধবার পর্যন্ত ঝালদার কংগ্রেসি ও নির্দল কাউন্সিলরদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

রাজ্য সরকারের প্রশাসক নিয়োগকে অগ্রাহ্য করে ঝালদায় পুর বোর্ড গঠন করল কংগ্রেস। শনিবার নির্ধারিত সময় ঝালদা পুরসভায় পৌঁছে পুর বোর্ড গঠন করে কংগ্রেস ও নির্দল কাউন্সিলররা। এর মিছিল করে শহরের কংগ্রেস পার্টি অফিসে যান তাঁরা।

এদিন বেলা ১২টা নাগাদ ঝালদা পুরসভায় পৌঁছন ৫ জন কংগ্রেস ও ২ জন নির্দল কাউন্সিলর। পুরসভার ভিতরে তলবি সভায় বোর্ড গঠন করেন তাঁরা। বেরিয়ে এসে তাঁরা জানান, বোর্ড গঠনের কাজ সম্পন্ন হয়েছে। নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে চেয়ারপার্সন নির্বাচিত করা হয়েছে। এর পর মিছিল করে কংগ্রেস পার্টি অফিসে যান তাঁরা।

গত মাসেই ঝালদায় পতন হয়েছে তৃণমূলি পুরবোর্ডের। তার পর নতুন বোর্ড গঠন করতে শনিবার সভা ডাকে প্রশাসন। শুক্রবার এক নির্দেশিকায় কলকাতা হাইকোর্ট জানায়, আগামী বুধবার পর্যন্ত ঝালদার কংগ্রেসি ও নির্দল কাউন্সিলরদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এর পরই সন্ধ্যায় ঝালদায় প্রশাসক নিয়োগ করে পুর ও নগরোন্নয়ন দফতর। প্রশাসক হিসাবে নিয়োগ করা হয় ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলি কাউন্সিলর জবা মাছুয়াকে। ফলে অনিশ্চিত হয়ে পড়ে বোর্ড গঠন। সকালে জানা যায় শনিবার ঝালদায় বোর্ড গঠনের বৈঠক হচ্ছে না। যদিও প্রশাসনের নির্দেশ অমান্য করে বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেসি ও নির্দল কাউন্সিলররা।

এদিন কংগ্রেস কাউন্সিলর তথা নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন। সরকারের এই পদক্ষেপ থেকেই স্পষ্ট আমার স্বামীকে কারা মেরেছে। যে কেনও উপায়ে ঝালদা পুরসভা দখল করতে চায় তৃণমূল। আমরা আদালতে যাব। এসব করে লাভ হবে না।

 

বন্ধ করুন