বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Offbeat Darjeeling: রূপের ডালি সাজিয়ে বসে আছে ঝেপি, বিজনবাড়ির পথে ঘুরে আসতে পারেন এই পাহাড়ি গ্রামে

Offbeat Darjeeling: রূপের ডালি সাজিয়ে বসে আছে ঝেপি, বিজনবাড়ির পথে ঘুরে আসতে পারেন এই পাহাড়ি গ্রামে

অপরূপ দার্জিলিং পাহাড়। ছবি সংগৃহীত

বর্ষাকালে ঝেপি যেন অন্যরকম সুন্দরী। হোমস্টের বারান্দা থেকে আপনি তাকিয়ে দেখুন চারপাশটা। রিমঝিম বৃষ্টি। তার মাঝে চারদিকে সবুজে সবুজে। দিগন্ত বিস্তৃত চা বাগান। এখান থেকে কাছেই রয়েছে একটি প্রাচীন মন্দির।

সমতলে গরম সামান্য কমেছে। কিন্তু দিনের বেলায় রোদের যা তেজ তাতে একেবারে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। সেই অবস্থা থেকে সাময়িক রেহাই পেতে অনেকেই এখন দার্জিলিংমুখী। লাগেজ গুছিয়ে চেপে বসছেন দার্জিলিং মেলে। কিন্তু দার্জিলিং শহরে তো একেবারে উপচে ওঠা ভিড়। অনেকেই চাইছেন একটু নির্জনে কয়েকটা দিন কাটিয়ে দিতে। সেক্ষেত্রে আপনি এবার ঘুরে আসতে পারেন বিজনবাড়ির কাছেই ঝেপি বা ঝেঁপি থেকে।

নামটা অতটা মিষ্টি নয়, কিন্তু রূপে গুণে একেবারে অপরূপ এই পাহাড়ি কন্যা। দার্জিলিং আর সিকিমের জোড়থাংয়ের মাঝামাঝি বিজনবাড়ি ব্লকের এই ছোট্ট গ্রাম ঝেঁপি। প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে এখানে।

শিলিগুড়ি থেকে ঝেপির দূরত্ব প্রায় ১১৫ কিমি। এনজেপি থেকে সরাসরি ঝেপি যাওয়ার গাড়ি ভাড়া করতে পারেন।। অন্যদিকে অনেকে দার্জিলিংয়ে একদিন কাটিয়ে চলে যেতে চান ঝেপিতে। দার্জিলিং শহর থেকে ঝেপির দূরত্ব মাত্র ৩৫ কিমি।

একেবারে নির্জন নিরিবিলিতে যদি আপনি দিন দুয়েক কাটাতে চান তবে ঝেপি হবে একেবারে আদর্শ জায়গা। এখানে ফার্ম হাউজ রয়েছে। সেখানেও অনেকে থাকেন। একাধিক হোম স্টেও গড়ে উঠছে। পাশ দিয়েই বয়ে চলেছে ছোট্ট পাহাড়া ঝোরা। তারপাশেই থাকার ব্যবস্থা। সেই পাহাড়ি ঝোরার পাথরের উপর বসে থাকতে পারেন দিনভর। চারপাশে পাহাড়ের সারি। পাতা পড়ার আওয়াজও শুনতে পাবেন আপনি।

জীবনে অনেক কিছুই তো না পাওয়া থাকে। আফশোসও কিছু কম থাকে না। কিন্তু এখানে এলে দেখবেন মনে হবে সত্যিই হয়তো, সব পেলে নষ্ট জীবন। চারপাশে পাহাড়, ঝিঁঝি পোকার ডাক, ঝরনার শব্দ, নাম না জানা পাখির ডাক সব মিলে মিশে যেন অন্যরকম ব্যাপার।

বিজনবাড়ি থেকে প্রায় ৯ কিমি দূরের এই নির্জন পাহাড়ি গ্রাম। জনা কয়েক বাসিন্দার বাস এখানে। অনেকে পাখি দেখার জন্যও ঝেপিতে আসেন। অনেকে ঝেপিতে দুদিন কাটিয়ে চলে যান দার্জিলিংয়ে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এখানে বেশ ভালো লাগবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্তও অনেকে ঝেপি বেড়াতে যান।

তবে বর্ষাকালে ঝেপি যেন অন্যরকম সুন্দরী। হোমস্টের বারান্দা থেকে আপনি তাকিয়ে দেখুন চারপাশটা। রিমঝিম বৃষ্টি। তার মাঝে চারদিকে সবুজে সবুজে। দিগন্ত বিস্তৃত চা বাগান। এখান থেকে কাছেই রয়েছে একটি প্রাচীন মন্দির। পাহাড়ের কোলে ছোট্ট মন্দির। চারপাশে কেউ কোথাও নেই। নির্জন পাহাড়ি মন্দির। ঝেপি থেকে মিনিট দশেকের ট্রেকিং করে চলে যেতে পারেন সেই মন্দিরে। শিব, গণেশ, হনুমানজীর বিগ্রহ এই নির্জন জায়গায় যেন অন্যরকম।

এখান থেকে কাছেই আছে বিজনবাড়ি। সেখানেও চলে যেতে পারেন। অনেকে আবার এখানে একদিন কাটিয়ে চলে যান দার্জিলিংয়ে। মনটা অনেকটা হাল্কা লাগবে।

কীভাবে যাবেন?

দার্জিলিং থেকে ঝেপি আসতে গেলে অনেক ভাড়ার গাড়ি পাবেন। আবার এনজেপি থেকে সরাসরি গাড়িতে চলে আসতে পারেন সুন্দরী গ্রাম ঝেপি।

 

বাংলার মুখ খবর

Latest News

সম্পর্ক অতীত, কাজই সব, বিচ্ছেদের পর কী দিয়ে পুনরায় কেরিয়ার শুরু করলেন নাতাশা? 'চড় মারতে ইচ্ছে করছে...' হঠাৎ ক্ষেপে গেলেন কেন নুসরত? কী হল পুজোর আগে? 'বহুরূপী'তে ধরা দেবেন ‘পরী’ হয়ে, তার আগে ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী? 'অল্প বাজেটের পুজো, পাড়ার ছেলে হিসেবে …', উৎসবে ফেরা নিয়ে সাফাই সনাতন দিন্দার পুলিশের ব্যর্থতারই ফসল জয়নগরর ঘটনা? কী বললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা? বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.