এক ধাক্কায় অনেকটা কমতে চলেছে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বেতন। এমনই খবর বিধানসভা সূত্রে। সঙ্গে শিক্ষক হিসাবে তাঁর বেতন বন্ধ করতে পারে শিক্ষা দফতর। যার ফলে কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি জীবনকৃষ্ণর মাসিক আয় দাঁড়াতে পারে ২০ হাজারের নীচে।
বাড়িতে ৬৬ ঘণ্টা তল্লাশির পর গত ১৬ এপ্রিল মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। এর পর জানা যায়, বিধায়কের বেতনের পাশাপাশি স্কুল শিক্ষক হিসাবে বেতন তুলতেন তিনি। যদিও দীর্ঘদিন ছুটিতে ছিলেন তিনি। সব মিলিয়ে জীবনকৃষ্ণ মাস মাইনে বাবদ পেতেন প্রায় দেড় লক্ষ টাকা। সেই অংক এবার কমে হতে চলেছে ১৮ হাজার।
রাজ্যের বিধায়করা ১৮ হাজার টাকা বেতন পান। এছাড়া অন্যান্য ভাতা ও স্ট্যান্ডিং কমিটির বৈঠকে হাজিরার ভাতা ধরে মাসে প্রায় ৮২ হাজার টাকা পান তাঁর। জীবনকৃষ্ণ জেলে থাকায় তিনি আর ভাতা পাবেন না। ফলে বেতনের ১৮ হাজারেই সন্তুষ্ট থাকতে হবে তাঁকে।
ওদিকে কী ভাবে তিনি একই সঙ্গে বিধায়ক ও স্কুল শিক্ষকের বেতন তুলতেন তা নিয়ে প্রশ্ন উঠছে। দীর্ঘদিন ছুটিতে থাকলেও তাঁর বেতন কী ভাবে চালু থাকল প্রশ্নের মুখে তা-ও। সূত্রের খবর, জীবনকৃষ্ণর স্কুল শিক্ষকের বেতন বন্ধের ব্যপারে চিন্তা ভাবনা করছে সংশ্লিষ্ট দফতর।