বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jitendra Tiwari: জেলেই বুকে ব্যথা জিতেন্দ্রর, আনা হল হাসপাতালে

Jitendra Tiwari: জেলেই বুকে ব্যথা জিতেন্দ্রর, আনা হল হাসপাতালে

জিতেন্দ্র তিওয়ারি।  (PTI Photo) (PTI)

প্রাথমিকভাবে জেলের চিকিৎসকরাই তাঁকে পরীক্ষা করেছিলেন। এরপর তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখেন। এরপর দ্রুত তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। তাঁর ঠিক কী ধরনের সমস্যা হচ্ছে সেটাও খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

আচমকাই বুকে ব্যথা। আসানসোল বিশেষ সংশোধনাগারে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বুধবার আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে এরপর আর কোনও ঝুঁকি নেয়নি জেল কর্তৃপক্ষ। তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে শরীর পরীক্ষা করে দেখেন। এরপর তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। আপাতত তাঁকে সেখানেই রাখা হয়েছে।

জিতেন্দ্র তিওয়ারির ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর জেরে গ্রেফতার করা হয়েছিল জিতেন্দ্রকে। মঙ্গলবার জেলে যাওয়ার আগেই তিনি জানিয়েছিলেন, আমি প্রতিবার রামনবমীর মিছিলে উপস্থিত থাকি। কিন্তু সেটাও করতে দিল না। পয়লা বৈশাখেও উপস্থিত থাকতে পারব কি না জানি না। তবে আসানসোল অন্যায়ের কাছে মাথা ঝোঁকায় না। 

তবে সূত্রের খবর, আগে থেকেই জিতেন্দ্রর কিছু শারীরিক সমস্যা রয়েছে। তাঁর বুকে ও পেটে কিছু সমস্যা রয়েছে। এদিকে জেলের অন্দরে তিনি জানান তাঁর বুকে ব্যথা হচ্ছে। তারপরই তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর স্ত্রী তাঁকে দেখতে যান। কন্য়া পল্লবী তিওয়ারিও এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন। তবে জিতেন্দ্রর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার অনুগামীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। 

তবে প্রাথমিকভাবে জেলের চিকিৎসকরাই তাঁকে পরীক্ষা করেছিলেন। এরপর তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখেন। এরপর দ্রুত তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়।  তাঁর ঠিক কী ধরনের সমস্যা হচ্ছে সেটাও খতিয়ে দেখছেন চিকিৎসকরা। 

এদিকে জিতেন্দ্র তিওয়ারিকে হাসপাতালে আনার পরেই হাসপাতাল চত্বরে কড়া পাহারার ব্যবস্থা করা হয়। অনেকেই তাঁর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন।  

মঙ্গলবার আদালতে তাঁর জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। তবে সেটা মঞ্জুর করেনি আদালত। আবার পুলিশ হেফাজতের আবেদনও মানেনি আদালত। তবে শুনানির একেবারে শেষ পর্বে জিতেন্দ্র নিজেও বলতে ওঠেন। তিনি বলেছিলেন, একটি অনুষ্ঠানে দুর্ঘটনার কারণে তিনজন মারা গিয়েছেন। এদের মধ্য়ে দুজন এলাকার ও অপরজন অন্য এলাকার। বাইরের যিনি মারা গিয়েছেন তার পরিবারকে ভুল বুঝিয়ে মামলা করানো হয়েছে। যেখানে অনুষ্ঠান হয়েছে সেখানকার যে পরিবারের লোকজন মারা গিয়েছেন তাদের কেউ মামলা করেননি। কারণ তারা জানতেন এটা নিছক দুর্ঘটনার। এর সঙ্গেই জিতেন্দ্র উল্লেখ করেন একটু ভালো করে বিষয়টি নিয়ে ভাবা হোক।

এর সঙ্গেই তিনি জানিয়েছিলেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এবার অসুস্থ হয়ে পড়লেন জিতেন্দ্র তিওয়ারি। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.