ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ উঠল হাসপাতালেরই এক্সরে টেকনিশিয়ানের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কল্যাণীর জওহরলাল নেহেরু স্মারক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই ঘটনায় কল্যাণ জানা নামে এক্সরে বিভাগের ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে বিশেষ কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কী ঘটেছে তা এখনই আগ বাড়িয়ে বলতে চাইছে না তারা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক্সরে করাতে যান ওই হাসপাতালেরই ডাক্তারির তৃতীয় বর্ষের এক ছাত্রী। অভিযোগ, তখন কল্যাণবাবু তাঁকে বলেন, জামা কাপড় না খুললে এক্সরে করা যাবে না। ছাত্রী রাজি না হলে তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন অভিযুক্ত। এর পর বিষয়টি হাসপাতালের আধিকারিকদের জানান ছাত্রী। লিখিত অভিযোগ জমা দেন। রাতেই সেই অভিযোগপত্র কল্যাণী থানায় পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গভীর রাতে কল্যাণ জানাকে গ্রেফতার করে পুলিশ।
হাসপাতালের দাবি ওই ব্যক্তি হাসপাতালের কর্মী নন। হাসপাতালের এক্সরে বিভাগ পিপিপি মডেলে চলে। যে সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে তারাই কর্মী নিয়োগ করে।
হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, আমাদের এক ছাত্রী আমাদের কাছে তাঁর সঙ্গে অশালীন ব্যবহার হয়েছে বলে অভিযোগ করেছেন। আমরা বিষয়টা পুলিশকে জানিয়েছি। পুলিশ তার কাজ করেছে।