বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Medinipur Medical Death: রাজ্যের প্রশ্রয়েই সরকারি হাসপাতালে ‘বিষ’ পণ্য সরবরাহ? প্রসূতি মৃত্যুতে গর্জে উঠলেন চিকিৎসকরা

Medinipur Medical Death: রাজ্যের প্রশ্রয়েই সরকারি হাসপাতালে ‘বিষ’ পণ্য সরবরাহ? প্রসূতি মৃত্যুতে গর্জে উঠলেন চিকিৎসকরা

স্বাস্থ্য ভবনের ভূমিকায় প্রশ্ন চিকিৎসক সংগঠনের।

সংশ্লিষ্ট প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গত একবছর ধরেই এই নির্দিষ্ট সংস্থার তৈরি পণ্য নিয়ে সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালের সুপার থেকে শুরু করে বিএমওএইচ এই সংক্রান্ত অভিযোগ কর্তৃপক্ষকে জানিয়েছেন। অথচ, তারপরও ‘স্বাস্থ্য দফতর/ প্রশাসন নির্বিকার প্রশ্রয় দিয়েছে’!

মেদিনীপুর মেডিক্যালে এক প্রসূতির মৃত্যু এবং আরও পাঁচ প্রসূতির অসুস্থ হয়ে পড়ার ঘটনায় সরব হয়ে এবার বিস্ফোরক অভিযোগ আনল রাজ্য়ের চিকিৎসকদের সংগঠন 'জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস'।

শুক্রবার (১০ জানুয়ারি, ২০২৫) একটি প্রেস বিবৃতি প্রকাশ করে চিকিৎসকদের এই সংগঠনটি মেদিনীপুর মেডিক্য়ালের ঘটনাকে 'প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সহনাগরিকদের হত্য়া' বলে অবিহিত করেছে!

সংশ্লিষ্ট ঘটনার জন্য কার্যত রাজ্যের স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনকেই দায়ী করেছে চিকিৎসকদের এই সংগঠন।

তাদের তরফে জানানো হয়েছে, 'একটি বিশেষ কোম্পানির বিশেষ ব্য়াচের রিংগার্স লেক্টেট' (স্য়ালাইন ওয়াটার) ব্যবহার করার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। যেখানে এক মাকে সন্তানের জন্ম দেওয়ার পরই নিজের জীবন হারাতে হয়েছে এবং আর পাঁচ প্রসূতিকে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে।

চিকিৎসক সংগঠনের প্রেস বিবৃতি।
চিকিৎসক সংগঠনের প্রেস বিবৃতি।

ইতিমধ্যেই জানা গিয়েছিল, বিষাক্ত স্য়ালাইন ব্যবহার করার ফলেই এই ঘটনা ঘটেছে। চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকেও কার্যত একই কথা বলা হয়েছে।

সংশ্লিষ্ট প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গত একবছর ধরেই এই নির্দিষ্ট সংস্থার তৈরি পণ্য নিয়ে সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালের সুপার থেকে শুরু করে বিএমওএইচ এই সংক্রান্ত অভিযোগ কর্তৃপক্ষকে জানিয়েছেন। অথচ, তারপরও 'স্বাস্থ্য দফতর/ প্রশাসন নির্বিকার প্রশ্রয় দিয়েছে'!

চিকিৎসকদের তরফে আরও দাবি করা হয়েছে, লাগাতার অভিযোগ আসায় মাঝে কিছু দিন ওই সংস্থার স্য়ালাইন সরবরাহ বন্ধ রাখা হলেও কোনও 'অজানা কারণে আবার সরবরাহ চালু করা হয়। যার পরিণতিতে কাল (৯ জানুয়ারি, ২০২৫) ছ'জন মায়ের অসুস্থতা এবং একজন মায়ের মৃত্যু' হয়!

একইসঙ্গে, চিকিৎসকদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, যদি কোনও রোগীর অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে এই ধরনের প্রতিক্রিয়ার চিকিৎসা করার জন্য সাধারণ যে ইনজেকশন লাগে, সেটাও হাসপাতালে মজুত থাকছে না। রোগীর আত্মীয়কে তা বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এর ফলেও চিকিৎসায় অযথা দেরি হচ্ছে।

আর জি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে চিকিৎসকদের আরও অভিযোগ, শুধুমাত্র উত্তর কলকাতার ওই হাসপাতালেই নয়, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে ও সরকারি হাসপাতালেই নিম্নমানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহের চক্র ছড়িয়ে পড়েছে। মেদিনীপুরের ঘটনাই তার প্রমাণ বলে দাবি চিকিৎসক সংগঠনের।

একইসঙ্গে এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত এবং আক্রান্ত ও তাঁদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদান-সহ মোট ছ'দফা দাবিও জানিয়েছে রাজ্যের এই চিকিৎসক সংগঠন।

বাংলার মুখ খবর

Latest News

'মুখ্যমন্ত্রীই আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের নায়িকা' ‘‌সমাজে মাফিয়াদের কোনও জায়গা নেই’‌, দুলালকে হারিয়ে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী স্ত্রীকে চুম্বনে 'বাধা'; আবার শপথের সময় কোথায় ছিল ট্রাম্পের হাত? যা যা নিয়ে চলছে শিয়ালদা-এসপ্ল্যানেড অংশে মেট্রোর প্রথম ট্রায়াল রানেই সাফল্য! কতক্ষণ লাগল? ফের আসছে রণবীর-দীপিকা জুটি? ধর্মা প্রোডাকশনের পোস্ট দেখে জল্পনা তুঙ্গে বিয়েবাড়িতে শাড়ি পরে আর ঠান্ডায় কাঁপতে হবে না, দীপিকার শাড়ি ড্রেপার দিলেন ১০ টিপস ৩৫ নয়, ২৫ বছরেই ক্রিকেট ছাড়তে চেয়েছিলাম: অবসরের পরে কেন এমন বললেন বরুণ অ্যারন? মৌনী অমাবস্যা ২০২৫ আর ক'দিন পরই, তিথি কখন শুরু? লাকি রাশি কারা? রইল জ্যোতিষমত হ্যাটট্রিক-সহ ৫ রানে ৫ উইকেট বৈষ্ণবীর, বিশ্বকাপে বিক্ষকে ৩১ রানে গুটিয়ে দিল ভারত চুরির পর গৃহকর্তার মদের বোতল শেষ করে পালাল চোরেরা

IPL 2025 News in Bangla

LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.