এক গৃহবধূকে অপহরণ করে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। তারপর ওই গৃহবধূকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। সরস্বতী পুজোর দিনই এমন ঘটনায় তোলপাড় জয়নগর। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই গৃহবধূকে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ, রবিবার আলোড়ন পড়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে ধর্ষণ করে খুন করার চেষ্টা করলে ওই বধূ চিৎকার করেন। যা শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা ছুটে আসতেই অভিযুক্ত গা–ঢাকা দেয়। ধরা যায়নি অভিযুক্তকে। তবে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন পুলিশে।
এদিকে স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে যখন মানুষজন বাগদেবীর আরাধনার প্রস্তুতি করছেন ঠিক তখনই বেশ কয়েকজন গ্রামবাসীরা ফাঁকা মাঠের মধ্যে এক বধূর আর্তনাদ শুনতে পান। তারপর সেখানে ছুটে যেতেই চোখ কপালে উঠে যায় গ্রামবাসীদের। ওই দৃশ্য দেখে অনেকে ভয় পেয়ে আন। ফাঁকা মাঠের মধ্যেই পড়ে আর্তনাদ করছেন গৃহবধূ। তাঁর পোশাক অবিন্যস্ত। রক্তাক্ত হয়ে রয়েছে। অসহায়ভাবে চিৎকার করছেন। গলায় ওড়নার ফাঁস জড়ানো। ঠিক করে কথা বলতে পারছেন না। ততক্ষণে পুলিশ এসে নির্যাতিতাকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় ওই বধূকে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এখন চিকিৎসাধীন বধূ।
আরও পড়ুন: প্রত্যেক স্কুলে পৌঁছে যাচ্ছে মেটাল ডিটেক্টর, ছাত্রছাত্রীদের পরীক্ষা করবেন শিক্ষক–শিক্ষাকর্মীরা
অন্যদিকে জয়নগর থানার পুলিশ সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। তাই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ওই বধূকে ধর্ষণ করা হয়েছে। তার পর খুন করার চেষ্টাও হয়। ওই গৃহবধূ মগরাহাটের বাসিন্দা। তাঁকে অপহরণ করে নিয়ে আসা হয় জাঙ্গালিয়া গ্রামে। এই ঘটনার সঙ্গে জড়িত সাব্বির নামে এক ব্যক্তি। তারপর বধূকে ধর্ষণ করে সাব্বির। এমনকী গলায় ওড়নার ফাঁস লাগিয়ে বধূকে খুনের চেষ্টা করে সাব্বির। তার খোঁজ চলছে।
এছাড়া পুলিশের কাছে গৃহবধূর করা অভিযোগ, তাঁর পরিচিত এক ব্যক্তিই তাঁকে ধর্ষণ করেছে। অপহরণ করে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করেছে। গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খুন করার চেষ্টা করে। গৃহবধূ যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করছেন সে বিবাহিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই গৃহবধূর সঙ্গে অভিযুক্তের কী পরিচয়, কতদিনের পরিচয়, কেমন সম্পর্ক, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও। এই ঘটনায় জয়নগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। মূল অভিযুক্ত সাব্বির কোথায়? খুঁজছে পুলিশ।