এবার জয়নগরের ধানখেত থেকে রক্তাক্ত অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। এই ধরণের ঘটনা এখন প্রায়ই ঘটছে। হরিদেবপুর, কাঁচরাপাড়া, দিনাজপুরে এমন ঘটনা ঘটেছে। এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে রক্তাক্ত মহিলার দেহ মিলল। হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। ধানখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। এই খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতেই পুলিশের হাতে আসে সন্দেহভাজনের ছবি। সিসিটিভির সেই ফুটেজ ধরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে এখনও পর্যন্ত মৃত মহিলার নাম এবং পরিচয় পুলিশের হাতে আসেনি। জয়নগরের বকুলতলা থানা এলাকার মায়াহাউরি গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায় যে ধানখেত আছে সেখানে একটি ইটের রাস্তার উপর দেহটি মেলে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই দেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের থেকে ফোন পেয়ে পুলিশ এসে ওই এলাকা ভাল করে ছানবিন করে। কিন্তু এখনও মৃত মহিলার পরিচয় জানা যায়নি। কোথা থেকে এসেছিলেন ওই মহিলা? মহিলার সঙ্গে কে বা কারা ছিল? আজ, শনিবার কাটতে চলল এখনও সেসব তথ্য অজানা পুলিশের কাছে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া ছবি নিয়ে সন্দেহভাজন মোটরবাইক ও এক ব্যক্তির খোঁজ চালাচ্ছে বকুলতলা থানার পুলিশ। তবে এখনও সবটা অধরা।
আরও পড়ুন: ‘দিদি আছে বলে আছি, না হলে থাকতে ইচ্ছে করে না’, দলীয় মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ কল্যাণের
পুলিশ সূত্রে খবর, ওই সন্দেহভাজন ব্যক্তি এবং মোটরবাইকে দু’জন ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। মহিলার শরীরে অস্ত্রের কোপ রয়েছে। ওই মহিলার মুখের এক দিক থ্যাতলানো অবস্থায় ছিল। এমনকী কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল। ঘটনাস্থল থেকে প্রচুর রক্তক্ষরণের চিহ্ন মিলেছে। তা ফরেনসিক দফতরে পাঠানো হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই ওই মহিলার মৃত্যু হয়েছে। মৃতের পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা এখানকার কেউ নয়। অন্য গ্রামের কিনা সেটা জানে না কেউ। সকালে প্রাতঃভ্রমণ করতে গিয়ে মহিলার দেহটি দেখতে পাওয়া যায়। তখন পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে ওই মহিলাকে খুন করা হয়েছে। তবে গণধর্ষণ করা খুন কিনা সেটা জানা যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। যাদের ছবি সিসিটিভি থেকে মিলেছে তাদের খোঁজা হচ্ছে। তবে ওই মহিলার পোশাক অবিন্যস্ত ছিল। ধর্ষণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।