বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > June Malia: ‘গ্রুপবাজি করলে তৃণমূলে জায়গা দেওয়া হবে না’, দলের নেতাদের বার্তা জুন মালিয়ার

June Malia: ‘গ্রুপবাজি করলে তৃণমূলে জায়গা দেওয়া হবে না’, দলের নেতাদের বার্তা জুন মালিয়ার

মেদিনীপুরের সভায় জুন মালিয়া।

বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ায় তৃণমূলের এক দলীয় কর্মসূচিতে যোগ দেন জুন মালিয়া। সেখানে তিনি বলেন, ’নিজেদের মধ্যে গ্রুপবাজি করলে তাদের তৃণমূলে জায়গা দেওয়া হবে না।’ এছাড়াও তৃণমূল বিধায়ক বলেন, ‘দলের নেতাদের বউ, বোনেরা এবার আর পঞ্চায়েত ভোটে টিকিট পাবে না।’

দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে কৃষ্ণনগরের সভা থেকে দলীয় নেতা কর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে হেঁটেই এবার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মেদিনীপুরের নেতৃত্বদের কড়া বার্তা দিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, তৃণমূলে কোনওভাবেই গ্রুপবাজি বরদাস্ত করা হবে না। একই সঙ্গে পঞ্চায়েত ভোটের টিকিট কাদের দেওয়া হবে না তা নিয়েও ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ায় তৃণমূলের এক দলীয় কর্মসূচিতে যোগ দেন জুন মালিয়া। সেখানে তিনি বলেন, 'নিজেদের মধ্যে গ্রুপবাজি করলে তাদের তৃণমূলে জায়গা দেওয়া হবে না।’ এছাড়াও তৃণমূল বিধায়ক বলেন, ‘দলের নেতাদের বউ, বোনেরা এবার আর পঞ্চায়েত ভোটে টিকিট পাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় বউয়েরা ভোটে জিতে কাজ না করে বাড়িতে রান্না করেন। আর তাদের স্বামীরা বাইরে ছড়ি ঘোড়ায়। তা চলবে না। তবে দলের নেতাদের বউ, বোনেরা যদি যোগ্য হন তাহলে তাদেরকেও টিকিট থেকে বঞ্চিত করা হবে না।’ সভায় দাঁড়িয়ে তার স্পষ্ট বার্তা, দলের মধ্যে গোষ্ঠী কোন্দল একেবারেই মেনে নেওয়া হবে না।

তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মেদনীপুর জেলা বিজেপির মুখপাত্র মুখপাত্র অরূপ দাস জুন মালিয়ার এই মন্তব্যে অন্তর্দ্বন্দ্ব খুঁজে পাচ্ছেন। তিনি বলেন, ‘তৃণমূলের জেলা সভাপতির সুজয় হাজরার সঙ্গে জুন মালিয়ার অন্তর্কলহ সকলেই জানে। আসলে তৃণমূল বিধায়ক তার এই রকম মন্তব্যের মাধ্যমে জেলা সভাপতিকে ই বার্তা দিতে চাইছেন।’ একইসঙ্গে এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল কোনও প্রার্থী খুঁজে পাবে না বলেও কটাক্ষ করেছেন বিজেপি নেতা।

বন্ধ করুন