বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Justice Abhijeet Ganguly: বই লিখবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, থাকবে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ

Justice Abhijeet Ganguly: বই লিখবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, থাকবে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 

বইমেলায় ঘুরতে যাওয়ার সময় বিচারপতির সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা। তাঁর পরনে ছিল কালো কোট এবং ট্রাউজার্স। তাঁকে দেখতে পেয়ে ভিড় করেন অনেকেই। বেশ কিছু মানুষ নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। অনেকেই আবার সেলফি তোলারও চেষ্টা করেন।

শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রকাশ্যে আসতেই একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই চাকরিপ্রার্থীদের অনেকের কাছে তিনি ভগবানের মতো। অন্যদিকে, এ নিয়ে বিতর্কেও কম জড়াননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার বইমেলায় গিয়ে বই লেখার কথা জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই বইয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রসঙ্গও তিনি লিখবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলায় গিয়ে এমনটাই জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন বইমেলায় ঘুরতে যাওয়ার সময় বিচারপতির সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা। তাঁর পরনে ছিল কালো কোট এবং ট্রাউজার্স। তাঁকে দেখতে পেয়ে ভিড় করেন অনেকেই। বেশ কিছু মানুষ নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। অনেকেই আবার সেলফি তোলারও চেষ্টা করেন। কেউ তাঁর হাতে ফুল তুলে দেন, আবার কেউ তাঁকে প্রণাম করার জন্য এগিয়ে আসেন। বিচারপতিও তাদের সঙ্গে হাত মেলান এবং কথাও বলেন। ভিড়ের মধ্যে একজন তাঁকে নিয়ে মন্তব্য করেন, ‘আপনি ভগবান’। যদিও বিচারপতি সাফ জানিয়ে দেন, ‘আমি ভগবান নই, সংবিধান হল ভগবান।’ এদিন সন্ধ্যায় ৫ নম্বর গেট দিয়ে বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করেন বিচারপতি। তাঁকে দেখে চিনতে অসুবিধা হয়নি কারও। এরপরে বিচারপতিকে ঘিরে শুরু হতে থাকে মানুষের ভিড়। বইমেলা প্রাঙ্গণে বিচারপতিকে দেখতে পেয়ে খুশি হয়েছেন অনেকেই।

কী বই লিখবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? সে প্রসঙ্গে তিনি জানান, তিনি আত্মজীবনী লিখতে চান। নিয়োগ দুর্নীতিতে তাঁর বিভিন্ন নির্দেশ এবং পর্যবেক্ষণ রয়েছে। সেই সংক্রান্ত কথাও তাঁর বইয়ে অবশ্যই থাকবে বলে স্পষ্ট করেছেন বিচারপতি। এদিন বইমেলায় বেশ কয়েকটি স্টল ঘুরে তিনি বই কেনেন, লেখারও কালিও কেনেন। তাঁর কেনা বইয়ের মধ্যে রয়েছে অনেক উপন্যাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই দেখার কথাও জানান বিচারপতি। এদিন বইমেলায় এসে নস্টালজিক হয়ে পড়েন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘আগে কলেজের বন্ধুদের সঙ্গে বইমেলায় আসতাম। সেই সময়টা ছিল অন্যরকম।’ একইসঙ্গে আবারও তিনি বইমেলায় আসতে পারেন বলে জানান। বিচারপতি মনে করেন, বইমেলা একটি উৎসবের মতো। কয়েক ঘণ্টা বইমেলায় থাকার পর তিনি ফিরে যান। প্রসঙ্গত, ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছে বইমেলা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। এ বছর বইমেলাতে অনেক ছোট মাঝারি পাবলিশার্সকেও স্টল করার সুযোগ করে দেওয়া হয়েছে গিল্ডের তরফে। এ বছর মোট ৪০০টি স্টল এবং ২০০টি লিটল ম্যাগাজিন কর্নার রয়েছে বইমেলা প্রাঙ্গণে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.