আমাকে সিবিআই – ইডি ডাকলে বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে যাব। এমনই দাবি করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার নিজের বিধানসভা কেন্দ্র হাবরায় এক দলীয় কর্মসূচিতে যোগদান করে একথা বলেন তিনি। সঙ্গে তাঁর দাবি, মোদী - মমতা বৈঠক নিয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা করে বাম ও কংগ্রেস।
রবিবার হাবরা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে লাভ নেই। ডাকে ডাকুক, আমাকে যদি যেতে হয় সঙ্গে বিজেপি নেতাদের নিয়েই যাব। ’
CAA নিয়ে বিজেপি বিধায়ক অসীম সরকারের দাবিকে কটাক্ষ করে জ্যোতিপ্রিয় বলেন, ‘'বুদ্ধি নেই। আমরা জনগণের ভোটাধিকার প্রয়োগে জয়লাভ করেছি। আবার কীসের প্রয়োজন সিএএ?’
দিল্লিতে মোদী - মমতা বৈঠক নিয়ে তিনি বলেন, ‘বলার মতো ওই তো দুজন, সুজন এবং মহম্মদ সেলিম, ওই দুজনের স্ট্যান্ডার্ড দেখে নিন।’
শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরুপাচারকাণ্ডে একের পর এক তৃণমূল নেতাকে তলব করছে সিবিআই ও ইডি। গ্রেফতার হয়েছেন দলের সাসপেন্ডেড মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সিবিআই দফতরে ডাক পড়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। তবে তিনি সোমবার হাজিরা দেবেন না বলে জানিয়ে দিয়েছে। ওদিকে লকডাউনের সময় বাংলাদেশে গম পাচারে নাম জড়িয়েছে জ্যোতিপ্রিয়বাবুর। অভিযোগ, কেন্দ্র থেকে আসা গমের বস্তা ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে চালান করে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তবে এব্যাপারে এখনো তেমন কোনও জেরার মুখোমুখি হতে হয়নি তাঁকে।