বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আমাকে CBI - ED ডাকলে BJP নেতাদের সঙ্গে নিয়ে যাব, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

আমাকে CBI - ED ডাকলে BJP নেতাদের সঙ্গে নিয়ে যাব, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

জ্যোতিপ্রিয় মল্লিক (নিজস্ব চিত্র)

রবিবার হাবরা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে লাভ নেই।

আমাকে সিবিআই – ইডি ডাকলে বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে যাব। এমনই দাবি করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার নিজের বিধানসভা কেন্দ্র হাবরায় এক দলীয় কর্মসূচিতে যোগদান করে একথা বলেন তিনি। সঙ্গে তাঁর দাবি, মোদী - মমতা বৈঠক নিয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা করে বাম ও কংগ্রেস।

রবিবার হাবরা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে লাভ নেই। ডাকে ডাকুক, আমাকে যদি যেতে হয় সঙ্গে বিজেপি নেতাদের নিয়েই যাব। ’

CAA নিয়ে বিজেপি বিধায়ক অসীম সরকারের দাবিকে কটাক্ষ করে জ্যোতিপ্রিয় বলেন, ‘'বুদ্ধি নেই। আমরা জনগণের ভোটাধিকার প্রয়োগে জয়লাভ করেছি। আবার কীসের প্রয়োজন সিএএ?’

দিল্লিতে মোদী - মমতা বৈঠক নিয়ে তিনি বলেন, ‘বলার মতো ওই তো দুজন, সুজন এবং মহম্মদ সেলিম, ওই দুজনের স্ট্যান্ডার্ড দেখে নিন।’

শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরুপাচারকাণ্ডে একের পর এক তৃণমূল নেতাকে তলব করছে সিবিআই ও ইডি। গ্রেফতার হয়েছেন দলের সাসপেন্ডেড মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সিবিআই দফতরে ডাক পড়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। তবে তিনি সোমবার হাজিরা দেবেন না বলে জানিয়ে দিয়েছে। ওদিকে লকডাউনের সময় বাংলাদেশে গম পাচারে নাম জড়িয়েছে জ্যোতিপ্রিয়বাবুর। অভিযোগ, কেন্দ্র থেকে আসা গমের বস্তা ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে চালান করে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তবে এব্যাপারে এখনো তেমন কোনও জেরার মুখোমুখি হতে হয়নি তাঁকে।

 

বাংলার মুখ খবর

Latest News

'জল ভেবে আন্দোলনের আগুনে কেরোসিন ঢেলে দিয়েছেন… সবের মূলে মমতা,' লিখলেন অমিত লুকিয়ে ক্লাসে ঢোকার চেষ্টা, উঠল হাসির রোল, ভাইরাল আইআইটি কানপুরের ভিডিয়ো বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে মাত্র ১০ রান করলেই ইতিহাস গড়বেন রোহিত বৃষ্টিতে যানজটে আটকে জোমাটোতে অর্ডার ব্যক্তির, ডেলিভারি বয়ের ভিডিয়ো ভাইরাল হত্যালীলায় মাতলেন অপরাধী, ৩ ঘণ্টায় প্রাণ গেল ৮১ প্রাণীর! বিবাহিত জীবনে মাধুর্য ফেরাতে আগামিকাল রাধাষ্টমীতে করুন এ কাজ, আসবে সুখ ও সৌভাগ্য আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রথমবার পথে নামছেন BJP-র মিঠুন চক্রবর্তী! কবে-কখন? একদা ভর্তি নেয়নি মুম্বইয়ের কলেজ, লেকচার দিতে সেখানেই ফিরলেন গৌতম আদানি হুইস্কি মিশিয়ে আইসক্রিম বিক্রি করছিলেন দোকানদার! খবর পেয়ে তদন্তে এসে হতবাক পুলিশ হরিয়ানায় প্রার্থী তালিকায় চমক! জেসিকা খুনে দোষী মনু শর্মার মাকে টিকিট দিল BJP

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.