তবে কি মুসলিম ভোট ধরে রাখতে চরমপন্থী ইসলামি জিগিরকে মদত দিতেও পিছ পা হবে না তৃণমূল? প্রশ্ন উঠছে দলেরই সাংসদের মন্তব্যে। শনিবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় এক সভায় বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে কাফেরদের সঙ্গে হাত মেলাচ্ছে ISF’. ইসলামে অবিশ্বাসীদের ‘কাফের’ বলে চিহ্নিত করা হয়। সাংসদের মুখে এমন বিদ্বেষমূলক শব্দে চাঞ্চল্য ছড়িয়েছে। সাংসদের এই মন্তব্যের নিন্দা করেছে ISF.
শনিবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে হাড়োয়ায় মিছিল ও সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই সভায় প্রধান বক্তা ছিলেন স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেই সভাতেই কাকলি দেবীকে বলতে শোনা যায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে কাফেরদের সঙ্গে হাত মেলাচ্ছে ISF. সিপিএম, কংগ্রেস আর আইএসএফ একজোট হয়েছে। আইএসএফ কোন দল? কোথা থেকে এল? যার নেতারা বন্দুকধারীদের সঙ্গে নিয়ে ধর্মতলায় ভাষণ দিতে যায়? কে সেই বন্দুকধারী? যে প্রকাশ্য সভায় গণতন্ত্র বিরোধী কথা বলে? আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে সভা করা সংবিধান স্বীকৃত নয়। পাড়ায় পাড়ায় গিয়ে ISF অল্পবয়সী ছেলেদের ভুল বোঝাচ্ছে।’ এদিন প্রায় ২ কিলোমিটার মিছিল করে তৃণমূল।
কাকলির বক্তব্যে ISF-এর প্রতিক্রিয়া, ISF-এর ভয়ে তৃণমূল নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই তারা এই ধরণের উসকানিমূলক কথা বলছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup