বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দুর্যোগের মধ্যে বঙ্গোপসাগরে উলটে গেল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী

দুর্যোগের মধ্যে বঙ্গোপসাগরে উলটে গেল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী

প্রতীকি ছবি

দুর্ঘটনার খবর উপকূলে পৌঁছতে উদ্ধারকাজ শুরু করেছেন অন্য মৎস্যজীবীরা। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় সুবিধা করতে পারছেন না তাঁরা।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা সত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে পাড়ে না ফেরায় দুর্যোগের জেরে বঙ্গোপসাগরে ডুবল ট্রলার। শুক্রবার সকাল ৯টা নাগাদ কেঁদো দ্বীপের কাছে উলটে যায় এফভি সত্যনারায়ণ নামে ট্রলারটি। ট্রলারে থাকা ১৮ জন মৎস্যজীবী নিখোঁজ। উদ্ধারকাজে নেমেছেন অন্য মৎস্যজীবীরা। খবর দেওয়া হয়েছে উপকূলরক্ষী বাহিনীকে।

মৎস্যজীবীদের সংগঠনের তরফে জানানো হয়েছে কাকদ্বীপ থেকে বেরিয়েছিল ট্রলারটি। নিম্নচাপের সতর্কবার্তা থাকায় শুক্রবার সকালে ফিরছিল সেটি। সকাল ৯টা নাগাদ কেঁদো দ্বীপের কাছে দুর্যোগের মুখে উলটে যায় ট্রলারটি। তার পর থেকে ট্রলারে থাকা ১৮ জন মৎস্যজীবীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

টাকা ফেরতের চাপ ক্রমেই বাড়ছিল, তৃণমূল শিক্ষা সেলের সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার

দুর্ঘটনার খবর উপকূলে পৌঁছতে উদ্ধারকাজ শুরু করেছেন অন্য মৎস্যজীবীরা। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় সুবিধা করতে পারছেন না তাঁরা। তাই খবর দেওয়া হয়েছে উপকূলরক্ষী বাহিনীকেও। কিন্তু নিম্নচাপ না সরলে উদ্ধারকাজ শুরু হওয়ার সম্ভাবনা কম।

মৎস্যজীবীদের সংগঠনের তরফে জানানো হয়েছে, কাকদ্বীপ ও পাথরপ্রতিমা থেকে উদ্ধারকারী ট্রলার বেরিয়েছে। কিন্তু নিখোঁজ মৎস্যজীবীদের ব্যাপারে এখনো কোনও খোঁজ পাওয়া যায়নি।

 

বন্ধ করুন