অস্বস্তিকর গরমের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উঠল ঝড়। কলকাতা এবং দমদমে তো ঘণ্টায় ৬৮ কিলোমিটার বেগে ঝড় হয়েছে। কালবৈশাখীর দাপটে ভিজেছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গত সোমবারের মতো তাণ্ডব না হলেও আজ একাধিক জেলা থেকে গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। উত্তর ২৪ পরগনার বারাসতে তো অটোর উপর ভেঙে পড়ে একটি গাছ। প্রায় দুমড়ে-মুচড়ে যায় অটো। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বরং দিনভর গরমের মধ্যে বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামায় স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
বৃহস্পতিবার বিকেলেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘনিয়ে আসে সন্ধ্যা। ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ওঠে। কালবৈশাখীর কিছুটা দাপট দেখা যায় কলকাতায়। তবে মহানগরীতে সেরকম বৃষ্টি হয়নি। কিছুক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টির পর বর্ষণ থেমে গিয়েছে। তবে গরমে কিছুটা কমেছে।
আরও পড়ুন: Latest Monsoon onset Update: এবছর দেশে দেরিতে প্রবেশ করবে বর্ষা, দাবি স্কাইমেটের
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ‘আজ (বৃহস্পতিবার, ১৮ মে) বিকেল পাঁচটায় আলিপুর আবহাওয়া দফতরের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে একটি ঝড় অতিক্রম করেছে। যা এক মিনিট স্থায়ী ছিল। ঘণ্টায় বেগ ছিল ৬৮ কিলোমিটার। বিকেল ৫ টা ১৫ মিনিটে দমদমের উপর দিয়ে ঘণ্টায় ৬৮ কিমি বেগে ঝড় বয়ে গিয়েছে।’ তবে অন্যান্য জেলায় ঝড়ের বেগ কত ছিল, সে বিষয়ে নির্দিষ্টভাবে কোনও তথ্য জানানো হয়নি। সব জেলায় ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)