বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kalchini tea garden: নতুন মালিক পেল কালচিনি চা বাগান, খুশিতে আবীর খেললেন শ্রমিকরা, সমস্যা কি মিটবে?

Kalchini tea garden: নতুন মালিক পেল কালচিনি চা বাগান, খুশিতে আবীর খেললেন শ্রমিকরা, সমস্যা কি মিটবে?

চা শ্রমিকরা দাবি করেছিলেন কিস্তিতে নয় একবারে পিএফের বকেয়া টাকা দিতে হবে। (টুইটার)

গত ২০ মার্চ পিএফের দাবিতে কাজ বন্ধ করেন শ্রমিকরা। শ্রম দফতর এ নিয়ে দু'বার ত্রিপাক্ষিক বৈঠকও করে। এর পরই বাগান মালিক নিজে বৈঠক করে অন্য ব্যক্তির হাতে বাগান হস্তান্তর করেন।

বাগান চালাতে পারেছিলেন কালচিনি চা বাগানের পুরনো মালিক দয়াল আগরওয়াল। তাই অন্য এক ব্যক্তির হাতে বাগান তুলি দিলেন তিনি। সুশীল মিতরুকা নামে এক ব্যক্তি বাগানটি নিচ্ছেন। এই খবরে খুশির ছোঁয়া লাগে চা শ্রমিক মহল্লায়। তাঁদের আবিরও খেলতে দেখা যায়।

পুরনো মালিক দয়াল আগরওয়াল জানিয়েছেন,'সরকারি ভাবে কোন বৈঠক করা না গেলেও। আমি এক ব্যক্তির সঙ্গে কালচিনির মালিকানা হস্তান্তর নিয়ে কথা বলেছি। তিনি আমার সব দাবি মেনে নিয়েছেন। তিন সপ্তাহ পর থেকে কাজ শুরু হবে। বৃহস্পতিবার সরকারি নিয়ম মেনে বৈঠক হবে।'

প্রসঙ্ত গত ২০ মার্চ পিএফের দাবিতে কাজ বন্ধ করেন শ্রমিকরা। শ্রম দফতর এ নিয়ে দু'বার ত্রিপাক্ষিক বৈঠকও করে। এর পরই বাগান মালিক নিজে বৈঠক করে অন্য ব্যক্তির হাতে বাগান হস্তান্তর করেন।

শ্রমিকরা দাবি করেছিলেন কিস্তিতে নয় একবারে পিএফের বকেয়া টাকা দিতে হবে। শ্রমিকদের আশা নতুন মালিক এই দাবি মেনে নেবেন। তবে আদৌ তিনি তা দেবেন কি না তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।

মঙ্গলবার চা বাগানে আসেন নতুন মালিক সুশীল মিতরুকা। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বলেন, 'আমরা বাগানটি ভাল মতো চালাবো। পিএফ সমস্যা কী ভাবে মেটানো যায় শ্রম দফতরের সঙ্গে বৈঠকে আলোচনা করব।'

(পড়তে পারেন। কলকাতায় এক লাফে মুরগির মাংসের দাম কমেছে অনেকটা , কারণটা কী?)

বিটিডব্লিউইউ কেন্দ্রীয় কমিটির সম্পাদক তোফিল শোরেন বলেন,' কোনও মালিকই এক বারে পিএফের টাকা জমা দিতে পারবেন না। তবে কম কিস্তিতে নতুন মালিক পিএফের টাকা দেবেন বলে জানতে পেরেছি।'

নতুন মালিক পেয়ে আবার নতুন ভাবে বাগান চলার আশায় শ্রমিকরা।

তবে পুরনো মালিক দয়াল আগরওয়ালের বলেন,'৩১ মের মধ্যে আমার দেনা-পাওনা নতুন মালিককে মিটিয়ে দিতে হবে। না হলে ১ জুন থেকে আমি বাগান অধিগ্রহণ করব। বিষয়টি শ্রম দফতরের বৈঠকে তুলব।'

বন্ধ করুন