বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > লুঠে বাধা দেওয়ায় রোজার উপবাসীদের ওপর হামলা তৃণমূল নেতার

লুঠে বাধা দেওয়ায় রোজার উপবাসীদের ওপর হামলা তৃণমূল নেতার

আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছেন স্থানীয়রা। 

আক্রান্তরা জানিয়েছেন বেগপুর পঞ্চায়েতের তৃণমূল নেতা বাপন শেখ এলাকার একটি সাবমার্সিবল পাম্প তুলে বিক্রি করে দিতে চাইছিলেন। সোমবার দলবল নিয়ে পাম্প তুলতে আসে তৃণমূল নেতা।

এবার রোজার উপবাসী মানুষদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার কালনা ১ নম্বর ব্লকের বেগপুর পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের ঘটনা। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা জোর করে এলাকার একটি সাবমার্সিবল পাম্প তুলে বিক্রি করে দিতে গেলে বাধা দেয় অপর গোষ্ঠী। এর পরই তৃণমূল নেতার দলবল রোজাদারদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তৃণমূলের মারে কম বেশি ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আক্রান্তরা জানিয়েছেন বেগপুর পঞ্চায়েতের তৃণমূল নেতা বাপন শেখ এলাকার একটি সাবমার্সিবল পাম্প তুলে বিক্রি করে দিতে চাইছিলেন। সোমবার দলবল নিয়ে পাম্প তুলতে আসে তৃণমূল নেতা। ওদিকে প্রচণ্ড গরমে চাঁদপুর গ্রাম জুড়ে চলছে জল কষ্ট। গ্রামবাসীদের পানীয় জলের অন্যতম ভরসা ওই সাবমার্সিবল পাম্প। সেটিকে তুলতে বাধা দেন স্থানীয়রা। তার মধ্যে ছিলেন রোজার উপবাসী বহু মানুষ।

অভিযোগ, বাধা পেয়ে গ্রামবাসীদের ওপর হামলা চালায় বাপন শেখ ও তার দলবল। রোজাদারদের ওপরেও হামলা হয় বলে অভিযোগ। ছুরি, লাঠি, টাঙ্গি নিয়ে রোজাদারদের ওপর হামলা চালায় তারা। এই ঘটনায় মোট ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ৩ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বন্ধ করুন