রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা মেনে নিতে পারেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে তিনি মুখও খুলেছিলেন। আর এবার শুভেন্দু অধিকারীর কাছে ক্ষমা চেয়ে নিজের দলকেই খোঁচা মারলেন শ্রীরামপুরের সাংসদ। শ্রীরামপুরে কালীপুজোর উদ্বোধনে এসেছিলেন কল্যাণ। সেখানেই দলবদল নিয়ে মুখ খোলেন তিনি।
বঙ্গ রাজনীতিতে এখন দলবদলের বিষয়টা 'স্বাভাবিকে' পরিণাত হয়েছে। নির্বাচনের আগে তৃণমূলের বহু হেভিওয়েট বিজেপিতে গিয়েছিলেন। আবার নির্বাচনে বিজেপির হারের পর পুরোনো দলে ফিরতে শুরু করেছেন তাঁরা। তালিকায় মুকুল রায়, সব্যসাচী দত্ত সহ বহু নেতা রয়েছেন। এদিকে নির্বাচনের আগে দলবদলকারী নেতাদের আক্রমণ শানিয়েছিলেন দলেরই একাংশ। পুরোনো নেতাদের দলে ফেরা নিয়ে তাই সেই নেতারা অস্বস্তিতে। এই আবহে গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ বিজেপি থেকে তৃণমূলে ফেরা বেশ কয়েকজন নেতাকে কটাক্ষ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়া আরও অনেকে আছে। দেখতে থাকুন বিজেপিতে যাওয়া তৃণমূলের নেতারা ফিরে আসবেন।'
শুভেন্দুকে কটাক্ষ করতেও ছাড়েননি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, 'শুভেন্দু রাগ করিস না ভাই। অনেক কথা বলে ফেলেছি। কোনদিন তুইও চলে আসবি তার তো কোনও ঠিক নেই। তোরা তৃণমূলের বিরুদ্ধে চলে গিয়েছিল, তাই বলেছিলাম। যাদের যাদের সম্বন্ধে সমালোচনা করেছিলাম তাদের সবাইকে বলছি কেউ রাগ করিস না। আবার কবে কোনদিন চলে এসে আমার চেয়েও বেশি কাছের হয়ে যাবি।'