অফলাইনে ক্লাস হলেও পরীক্ষার্থীদের দাবি ছিল অনলাইনে নিতে হবে পরীক্ষা। সেই দাবি মেনেই অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কল্যাণী এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। উল্লেখ্য, স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষা অফলাইন বা অনলাইনে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে সিদ্ধান্ত নিতে বলেছিল উচ্চ শিক্ষা দফতর। তারপরেই এই দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে।
এ বিষয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল জানিয়েছেন, ‘বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা আমার কাছে এসে আবেদন করেছিল। তাদের বক্তব্য ছিল কিছুটা পড়াশোনা হয়েছে অফলাইনে আবার বেশিরভাগ পড়াশোনা হয়েছে অনলাইনে। ফলে তারা অনেকেই সিলেবাস বুঝতে পারছে না। তাই অনলাইনে পরীক্ষা নেওয়া হোক। এই সমস্যার কথা মাথায় রেখেই অনলাইন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’ প্রসঙ্গত করোনা পরিস্থিতির কারণে বেশিরভাগ পড়াশোনা হয়েছে অনলাইনে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানে অফলাইনে পড়াশোনা শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কলেজগুলির স্নাতকের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষাগুলি অনলাইনে হবে। কল্যাণীর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিজ্ঞপ্তি জারি করে কলেজের স্নাতকের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার কথা ঘোষণা করেছে। তবে প্র্যাকটিকাল পরীক্ষা হবে অফলাইনে।
কল্যাণী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ৪৮ টি ডিগ্রী কলেজ এবং ৩৫ টি বিভাগ। এই সমস্ত কলেজ এবং বিভাগের ছাত্র ছাত্রীদের অনুরোধের ভিত্তিতেই অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ছাত্র-ছাত্রীদের পরে জানানো হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।