কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলে যেতে চলেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সড়ক। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এর জন্যে রাস্তা সম্প্রসারণ করা হবে। কোথায় এই কাজ হবে, সেই জায়গা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, উত্তর দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ড সংলগ্ন আম্বেডকর কলোনি এলাকায় এই রাস্তা সম্প্রসারণের কাজ হবে। এই দুই এক্সপ্রেসওয়ে সংযুক্ত হলে উত্তর কলকাতা, শহরতলি থেকে নদিয়ার কল্যাণী পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ এবং গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। (আরও পড়ুন: আবারও তাপমাত্রা পতনের পূর্বাভাস পশ্চিমবঙ্গে, কলকাতায় কি জাঁকিয়ে শীত পড়বে?)
আরও পড়ুন: 'একটু জ্বর হলেই...', হিউম্যান মেটানিউমোভাইরাস শঙ্কার মাঝে এবার বিস্ফোরক মমতা
আরও পড়ুন: হলুদ ট্যাক্সি নামক 'নস্টালজিয়া' বাঁচিয়ে রাখতে সংগঠনের সঙ্গে বৈঠক, মন্ত্রী বললেন…
এদিকে যেই আম্বেদকর কলোনিতে এই রাস্তা সম্প্রসারণের কাজ হবে, সেখানে একাধিক পরিবারের বাস ছিল। সেই পরিবারগুলিকে সেখান থেকে সরানো হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, মোট ৬৬টি পরিবারকে আম্বেদকর কলোনি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উত্তর দমদম পুর এলাকার অন্য প্রান্তে। আগামী সপ্তাহে তাদের নতুন ঘর দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। জানা গিয়েছে, ফতুল্লাপুর মৌজায় এই ৬৬টি পরিবারের পুনর্বাসনের জন্য জমি চিহ্নিত করেছে সরকার। সেখানেই গড়ে উঠেছে নতুন ঘর। লটারির মাধ্যমে এই ঘর বণ্টন হবে। তারপর পরিবারগুলির হাতে চাবি তুলে দেওয়া হবে। এই ঘর নির্মাণে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন সাহায্য করেছে। (আরও পড়ুন: মাকড়ি নদী পেরিয়েছে কুলতলির বাঘ? সুন্দরবনের রয়্যাল বেঙ্গল এবার কোন পথে?)
আরও পড়ুন: সঞ্জয়কে বাঁচাতে ‘খেলা...’? আরজি কর কাণ্ডে এবার বিস্ফোরক তৃণমূল নেতা
আরও পড়ুন: রানাঘাটে ভারতের ৫ কিমি জমি কি সত্যি বাংলাদেশের দখলে? বিতর্কের মাঝে মুখ খুলল BSF
এদিকে সম্প্রতি জানা যায়, কল্যাণী এক্সপ্রেসওয়ে চার লেন রাস্তা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। পূর্ত দপ্তর জানাচ্ছে, ৪৩ কিমি দীর্ঘ এই রাস্তার মধ্যে ৩৯ কিমি ফোর লেনের কাজ সম্পূর্ণ হয়েছে। উল্লেখ্য, এর আগে বেলঘরিয়া থেকে মুড়াগাছা, সোদপুর অংশে রাস্তা সম্প্রসারণের কাজ কিছুটা পিছিয়ে ছিল। সেখানে দু'টি বাড়ি স্থানান্তর না হওয়ার জেরেই কাজ পিছিয়ে ছিল। অবশ্য মুড়াগাছা, সোদপুর থেকে কাঁপা মোড় পর্যন্ত ৩০.৫ কিমি অংশের ফোর লেনের রাস্তার কাজ পুরোপুরি শেষ হয়েছে। এদিকে কাঁপা মোড় থেকে বড়জাগুলিয়া পর্যন্ত ৯.৮ কিমি অংশে একটি ওভারব্রিজ থাকার কথা। সেটির কাজও প্রায় শেষ বলে জানা গিয়েছিল। এই অংশে প্রায় ৬ কিমি রাস্তা সম্প্রসারণের কাজ প্রায় হয়ে গিয়েছিল।