বিতর্কে জড়ালেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অমলেন্দু ভুঁইয়া। ১০ দিনের ছুটিতে রাজ্যের বাইরে গিয়েছেন তিনি। কিন্তু, তাঁর অবর্তমানে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম চালানোর জন্য কাউকে দায়িত্ব দিয়ে যাননি। অথচ এ বিষয়ে স্পষ্ট নিয়ম রয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের। তা সত্ত্বেও উপাচার্য কেন নিয়ম মানেননি তা প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলে। একইসঙ্গে উপাচার্য ছুটিতে থাকার ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজকর্মে সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ধর্ষণে অভিযুক্ত, নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রী
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ২২ নভেম্বর থেকে ছুটিতে রয়েছেন উপাচার্য। তবে সে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনেকেই জানেন না। শুধুমাত্র কয়েকজন ব্যক্তি তার ছুটির বিষয়ে জানেন। তাছাড়া এ নিয়ে কোনও নোটিশও জারি করা হয়নি যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে অনেকেই। উপাচার্যের অফিসে এসে অনেকেই ঘুরে যেতে হচ্ছে। এমনকী ছাত্রদেরও হয়রানি হতে হচ্ছে। উপাচার্যের বিভিন্ন প্রশাসনিক কাজের মধ্যে রয়েছে স্টুডেন্টস ওয়েলফেয়ার সংক্রান্ত কাজ। তাতে উপাচার্যের সই প্রয়োজন।কিন্তু, তিনি না থাকায় বা তিনি কাউকে দায়িত্ব না দেওয়ায় সেই কাজ আপাতত বন্ধ রয়েছে বললেই চলে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরও অনেক জরুরী কাজ রয়েছে। উপাচার্য না থাকার ফলে সেগুলিতেও সমস্যা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আসলে চিকিৎসার জন্য ছুটিতে রয়েছেন উপাচার্য। তিনি হায়দরাবাদে চিকিৎসা করাতে গিয়েছেন। তার জন্য ছুটি নিয়েছেন। আগামী ২ ডিসেম্বর তাঁর ফিরে আসার কথা রয়েছে।
প্রসঙ্গত, উপাচার্যের ছুটির ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। ২০১৯ সালে রাজ্যের উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয় এবং কলেজ সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছিল। তাতে বলা হয়েছিল, কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাত দিন বা তার বেশি চিকিৎসা বা অন্যান্য কারণে অনুপস্থিত থাকলে সহকারী উপাচার্যকে দায়িত্ব দিতে হবে। আর সহকারী উপাচার্য না থাকলে সেই দায়িত্ব দিতে হবে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা সহ উপাচার্যকে। সেটিও সম্ভব না হলে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডিনকে অথবা সিনিয়র প্রফেসরকে দায়িত্ব দিতে হবে।
শুধু তাই নয়, উপাচার্য রাজ্যের বাইরে গেলেও উচ্চশিক্ষা দফতরকে জানাতে হবে। কিন্তু, এক্ষেত্রে উপাচার্য কোনও নিয়ম মানেননি বলেই অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিন পার্থসারথী দে জানান, তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি অথবা উপাচার্য কাউকে দায়িত্ব দিয়েছেন বলে তিনি শোনেননি। এরফলে কাজে সমস্যা হচ্ছে।