কামদুনি গণধর্ষণ ও খুনের মামলায় নির্যাতিতার পরিবারকে সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষেত্রে সব রকম সাহায্য করব। রায়কে অপ্রত্যাশিত বলে জানিয়ে এমনই মন্তব্য করলনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে নির্যাতিতার পরিবারের জন্য রাজ্য সরকারের কাছে নিরাপত্তা দাবি করলেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় শুভেন্দুবাবু বলেন, ‘পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে এই রায়কে স্বাগত জানানোর কোনও প্রশ্ন নেই। এই রায় অপ্রত্যাশিত। আমি কামদুনির বোনেদের বলব, রায়ের কপি তুলে তাদের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। সেক্ষেত্রে তাঁরা যদি রাজ্যের বিরোধী দলনেতার আইনি বা আর্থিক সাহায্য যদি চান, আমি সম্পূর্ণ তৈরি। অনেক বরিষ্ঠ আইনজীবীর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, অনুরোধ করলে তাঁরাও বিনা পারিশ্রমিকে এই মামলা লড়তে পারেন’।
সঙ্গে বিরোধী দলনেতার অনুরোধ, ‘রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, নির্যাতিতার পরিবারকে অবিলম্বে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক। কারণ খালাস পেয়ে যাওয়ার পরে এই দুষ্কৃতীরা যে এই বোনেদের পরিবারের ওপরে আক্রমণ করবে না তার কোনও গ্যারান্টি নেই’।
তিনি বলেন, ‘এই দুষ্কৃতীরা সভ্য সমাজে থাকার যোগ্য নয়। পূর্ব মেদিনীপুরে দেবব্রত মাইতির খুনিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সরকারি হাসপাতাল থেকে মেডিক্যাল রিপোর্ট বানিয়ে আদালত থেকে জামিন নিয়ে যে ধরণের উৎপাত করেছে… মেডিক্যাল নিয়ে জামিন পাওয়া লোক পঞ্চায়েত নির্বাচনে বুথের পর বুথ লুঠ করেছে। কোনও মুসলিম এলাকায় ভোট হয়নি। নির্যাতিতার পরিবারকে যদি রাজ্য সরকার নিরাপত্তা না দেন, আমার সীমিত ক্ষমতার মধ্যে আমি তাঁদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করব’।