বড় দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আজ, সোমবার সকালে রাঙাপানি স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন দুর্ঘটনাটি ঘটে। মালদাগামী একটি মালগাড়ি পিছন থেকে ধাক্কা মারলে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত হয় এবং দুটি বগি উলটে যায়। এই ট্রেন দুর্ঘটনার জেরে ৮ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে কালিম্পং জেলার পুলিশ। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে টানা বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যাহত হয়। আর এই গোটা ঘটনাটিকে নিয়ে এবার কেন্দ্রের এনডিএ সরকারকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।
এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাধারণ মধ্যবিত্ত মানুষজন চড়তে পারে। কারণ এই ট্রেনের ভাড়া একটু সস্তা। সেখানে সাধারণ মানুষের ট্রেনই এখন মৃত্যুপুরী হয়ে উঠেছে বলে দাবি দেবাংশুর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এইমাত্র দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিশদে এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হচ্ছে।’ মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এদিকে আজ, সোমবার গোটা ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন দেবাংশু ভট্টাচার্য। এই ট্রেন দুর্ঘটনা যে যাত্রীদের নিরাপত্তা শিকেয় তোলার প্রমাণ তা উল্লেখ করেছেন দেবাংশু। রঙিন কার্পেট দিয়ে ফুটো ঢাকলে যে এমনই হয় তা বোঝাতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের এই যুবনেতা। এখন যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসতে ঘটনাস্থলে রওনা দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ১০টি বাস। ওই বাসগুলি যাত্রীদের নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। দুপুরের পর শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি–কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায়।
আরও পড়ুন: আবার ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক বৈঠকের আগেই মিলল মোদীর চিঠি
অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য এই ট্রেন দুর্ঘটনার পর আতঙ্কিত বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। রেল দুর্ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন পরিষেবা। বহু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মালদা টাউন স্টেশনে ভোগান্তিতে যাত্রীরা। উত্তরবঙ্গের মন্ত্রী, বিধায়ক সকলকেই দুর্ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাঙাপানিতে যান তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব, পার্থপ্রতীম রায়, সৌরভ চক্রবর্তী। আর এক্স হ্যান্ডেলে দেবাংশু লেখেন, ‘ফুটো মেঝে ঢাকতে রঙিন কার্পেট আর কতদিন? গরীব, মধ্যবিত্তের ভরসা সাধারণ ট্রেনগুলি ক্রমশ মৃত্যুপুরী হয়ে উঠছে! নিরাপত্তা শিকেয়.. এদিকে ফুটো ঢাকতে রোজ বন্দে ভারত দেখানো হচ্ছে! স্টেশনে বানানো হচ্ছে শপিং মল। অপদার্থ কেন্দ্রীয় সরকারের বদান্যতায় সাধারণ রেলযাত্রী হিসেবে খুবই আতঙ্কিত বোধ করছি।’