শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আজ, সোমবার মালগাড়ি ধাক্কা মেরেছে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি এবং চাটারহাট স্টেশনের মাঝে নিজবাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে গিয়েছে পিছনের দুটি কামরা। আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী। বেশ কয়েকজন যাত্রীর জখম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার জেরে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। আর তারপরই গোটা ঘটনা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে উদ্ধার কাজে জোর দেওয়া হচ্ছে বলে জানান।
এদিকে মালগাড়ির ধাক্কায় ছিটকে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো বগির অবস্থা খারাপ। লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে দুটি বগি। রেল সূত্রে খবর, ছিটকে পড়া দুটো বগি একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে। কারও মৃত্যু হয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট করেনি রেল। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের অফিসাররা, আরপিএফ, জিআরপিএফ কর্মীরা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। কেমন করে এই ঘটনা ঘটল সেটা এখন তদন্ত সাপেক্ষ বিষয়। এই ট্রেন দুর্ঘটনা নিয়ে যথেষ্ট চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি উত্তরবঙ্গের প্রশাসনের সঙ্গে ফোনে কথা বলেছেন। আর দ্রুত মানুষের কাজ করতে বলেছেন বলে সূত্রের খবর।
অন্যদিকে শুধু এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। বরং তিনি স্থানীয় প্রশাসনকে কাজে নামতে নির্দেশ দিয়েছেন। মানুষের জীবন বাঁচানোই প্রথম কাজ বলে তিনি জানিয়েছেন অফিসারদের। আর এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এই মাত্র দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিশদে এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে বলে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হচ্ছে।’
আরও পড়ুন: ‘আমিও তো দীর্ঘদিন ধরে মার খাচ্ছি....’, নীরব থাকার পণ ভেঙে মুখ খুললেন দিলীপ ঘোষ
এছাড়া আজ, সোমবার কোচবিহার গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। তার মধ্যেই এমন ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করতে গিয়েছেন তারা। আজ ইদের দিন এমন ঘটনায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়াও এখন একেবারেই ভাল নয়। বর্ষা প্রবেশ করেছে বলে টানা বৃষ্টি হচ্ছে। সোমবার সকালে শিলিগুড়িতে চলছে বৃষ্টি। তা সত্ত্বেও নির্ধারিত সময়েই রওনা দেয় ট্রেনটি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রাঙাপানি এবং চাটারহাট স্টেশনের মাঝে নিজবাড়িতে একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে সজোরে ধাক্কা মারে।