সরস্বতী পুজোর দিন সপরিবারে ‘পাঠান’ চলচ্চিত্র দেখতে গিয়ে মাথায় ভেঙে পড়ল সিনেমা হলের চাঙড়। বৃহস্পতিবার বিকেলে কান্দির ‘ছায়াপথ’ সিনেমা হলের ঘটনা। এই ঘটনায় ৩টি শিশুসহ ৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর কান্দি মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর হল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে কান্দি পৌরসভা।
হল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে পাঠান ছবির শো চলছিল। সিনেমা শুরু হওয়ার মিনিট পনেরো পার হতেই ব্যালকনিতে কিছু যুবক নাচতে শুরু করে। যাতে ব্যালকনির চাঙড় খুলে পড়ে নীচে থাকা দর্শকদের ওপর। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৩ শিশুসহ মোট ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মধ্যে ২ জনের মাথায় কেটে গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
খবর পেয়ে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক অপূর্ব সরকার। তিনি বলেন, অনেকদিনের পুরনো হল ছায়াপথ। রক্ষণাবেক্ষণের অভাবে এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার সময় হলের ভিতরে সপরিবারে মহকুমা আদালতের জজ সাহেব ছিলেন। পৌরসভার পক্ষ থেকে হল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। হলের স্বাস্থ্য খতিয়ে দেখে উপযুক্ত রক্ষণাবেক্ষণের পর হল চালু করতে দেওয়া হবে।
আহত এক ব্যক্তি জানান, সিনেমা শুরু হওয়ার ১৫ মিনিট পর ব্যালকনির চাঙড় খসে নীচে বসে। আমার পাশে আমার মেয়ে ছিল। তাকে আমি জড়িয়ে ধরি। বড় বিপদ হতে পারত আজ।