বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ক্লান্ত নন কান্তি, হেরেও মানুষের পাশে, খুললেন কোভিড হাসপাতাল

ক্লান্ত নন কান্তি, হেরেও মানুষের পাশে, খুললেন কোভিড হাসপাতাল

আজও মানুষের পাশে কান্তি গঙ্গোপাধ্যায় (ফাইল ছবি)

ঝড়ের আগে আসেন কান্তি, কেউ তো আসে না।

পরপর হারছেন। এবার তো একেবারে শোচনীয় পরাজয়। সবুজ ঝড়ে বিপর্যস্ত কান্তির গড়। কিন্তু এত বিপর্যয়ের পরেও হারতে রাজি নন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। আমফান কিংবা বুলবুল গোটা সুন্দরবন যখন একেবারে বিপর্যস্ত তখনও এই কান্তি গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে। তবে শুধু ঝড় বাদলে নয়, বিপদের দিনে সুন্দরবনের বন্ধু হয়ে উঠেছেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। এমনটাই চর্চা এলাকায়। কিন্তু পরপর নির্বাচনে ইভিএম খুলতেই দেখা যাচ্ছে, সেই কান্তির পাশে নেই অনেকেই। কিন্তু কোভিড পরিস্থিতিতে সেই অনেকের পাশে দাঁড়ালেন কান্তি গঙ্গোপাধ্যায়। একেবারে ৫০ শয্যা আস্ত একটা কোভিড হাসপাতাল বানিয়ে ফেললেন তিনি। পিছিয়ে পড়া সুন্দরবনের এই ঝা চকচকে কোভিড হাসপাতাল দেখে একেবারে হতবাক নেটপাড়ার লোকজন। পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে একটি ত্রাণকেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও চলছে। 

এদিকে আমফানের পর এবার ইয়াশের আতঙ্কে ভুগছে সুন্দরবন। যেকোনও সময় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে সুন্দরবন। এবার সেই সুন্দরবনের মানুষের পাশে কীভাবে তিনি দাঁড়াবেন তারও পরিকল্পনা করে ফেলেছেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। আসলে ওই যে চালু কথা ঘোরে সুন্দরবনে, ঝড়ের আগে আসেন কান্তি কেউ তো আসে না। 

 

বন্ধ করুন