বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কাটোয়ায় নতুন গাড়ি নিয়ে মত্ত অবস্থায় চালিয়ে দুর্ঘটনা, নিহত ২

কাটোয়ায় নতুন গাড়ি নিয়ে মত্ত অবস্থায় চালিয়ে দুর্ঘটনা, নিহত ২

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি।

স্থানীয়রা জানিয়েছেন, কাটোয়ার বাসিন্দা প্রভাত রজক নামে ওই যুবক মাসখানেক আগে একটা গাড়ি কেনেন। রবিবার বিকেলে ২ বন্ধুকে নিয়ে কালনা - কাটোয়া রোড ধরে গাড়ি চালাচ্ছেন তিনি।

গাড়ি কিনে মত্ত অবস্থায় বেপরোয়া ভাবে চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। এদের মধ্যে ১ জন গাড়ির আরোহী। রবিবার সন্ধ্যায় কাটোয়ার ন্যাশনাল পাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গাড়িটির ধাক্কায় আহত হয়েছেন ৩ পথচারী।

স্থানীয়রা জানিয়েছেন, কাটোয়ার বাসিন্দা প্রভাত রজক নামে ওই যুবক মাসখানেক আগে একটা গাড়ি কেনেন। রবিবার বিকেলে ২ বন্ধুকে নিয়ে কালনা - কাটোয়া রোড ধরে গাড়ি চালাচ্ছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। তখনই রাস্তার ডান দিকের একটি বিদ্যুতের খুঁটিতে গাড়িটি ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে ঘুরে যায় গাড়ির মুখ। তার পর গাড়িটি ধাক্কা মারে রাস্তার বাঁ দিকের একটি খুঁটিতে। তার আগে ৩ পথচারী ও ১ সাইকেল আরোহী কিশোরকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহী কিশোরের। গাড়ির আরোহী ১ যুবকের মৃত্যু হয়। গাড়ি থেকে উদ্ধার করা হয় ১ আরোহীর দেহ। অল্প বিস্তর আহত হয়েছেন গাড়ির মালিক ও আরও ১ আরোহী।

গাড়ির মালিক প্রভাত রজকের যদিও দাবি, গাড়িটি পুরনো। সেটি একটি গ্যারাজ থেকে তিনি এনেছিলেন। গাড়িটি বন্ধুদের নিয়ে চালিয়ে দেখছিলেন তিনি। গাড়ির মালিকানা তাঁর নয়। গাড়িটি চালাচ্ছিল পাপ্পু নামে এক যুবক।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন তদন্তকারীরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন