বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রাথমিকের পড়ুয়াদের পোশাক বিলিতে দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রাথমিকের পড়ুয়াদের পোশাক বিলিতে দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রতীকি ছবি

ABTA-র অভিযোগ, স্কুলে পোশাক বিলি করেছে তৃণমূলের শিক্ষক সংগঠন। স্বনির্ভর গোষ্ঠীর নাম ও অ্যাকাউন্ট নম্বর দিয়ে কম দামে পোশাক কিনে বিলি করেছে তারা। বাকি টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে। তাই স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না টাকা।

এবার স্কুলে পোশাক বিতরণে দুর্নীতির অভিযোগ তৃণমূলের শিক্ষক সংগঠনের বিরুদ্ধে। অভিযোগ, কাটোয়া ২ নম্বর ব্লকে পড়ুয়াদের পোশাক বিলির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল শিক্ষা সেলের নেতারা। এমনই অভিযোগ করেছে বামপন্থী শিক্ষক সংগঠন ABTA. অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

অভিযোগ, ২০২১ সালে কাটোয়া ২ নম্বর ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েত এলাকায় স্কুলের পোশাক বিলিতে দুর্নীতি হয়েছে। পঞ্চায়েতের ১৭টি স্কুলে ২০০০ ছাত্রছাত্রীর পোশাকের জন্য জনপ্রতি বরাদ্দ ছিল ৬০০ টাকা। পোশাক তৈরি করে বিলি করার কথা ছিল স্থানীয় একটি স্বনির্ভরগোষ্ঠী। এজন্য ১২ লক্ষ টাকা পাওনা ছিল তাদের। কিন্তু দেখা যাচ্ছে ওই বছর স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্ক ব্যালান্স ছিল মাত্র ১৮,০০০ টাকা।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রদীপ সিংয়ের অফিসে হানা দিল CBI

ABTA-র অভিযোগ, স্কুলে পোশাক বিলি করেছে তৃণমূলের শিক্ষক সংগঠন। স্বনির্ভর গোষ্ঠীর নাম ও অ্যাকাউন্ট নম্বর দিয়ে কম দামে পোশাক কিনে বিলি করেছে তারা। বাকি টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে। তাই স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না টাকা।

এই নিয়ে তৃণমূল শিক্ষা সেলের নেতা আবু বক্কর বলেন, ‘সিপিএমের কাজ শুধু অভিযোগ করা। এর কোনও সত্যতা নেই। আমাদের সংগঠনের কোনও কর্মী অভিযুক্ত হলে পদক্ষেপ করব।’ এব্যাপারে মুখ খোলেননি স্থানীয় বিডিও।

 

বন্ধ করুন