বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উড়ে গেল হাত

কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উড়ে গেল হাত

আহত তৃণমূলকর্মী

মঙ্গলবার রাতে কেশপুরের চরকা গ্রামে তৃণমূলের ২ পক্ষের সংঘর্ষ বাঁধে। একে অপরে লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করেন ২ গোষ্ঠীর সদস্যরা। তাদের মধ্যে ছিলেন রফিকুলও। বোমা ছোড়ার সময় হাতের মধ্যেই সেটি ফেটে যায়।

কয়েকদিন আগেই দলের গোষ্ঠীদ্বন্দ থামাতে কড়া বার্তা দিয়ে এসেছিলেন বিধায়ক শিউলি সাহা। কিন্তু কাজের কাজ হল কই? পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল তৃণমূলকর্মীর। আহত রফিকুল আলম মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি। তৃণমূল বলছে, সব নষ্টের গোড়া সিপিএম আর বিজেপি।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কেশপুরের চরকা গ্রামে তৃণমূলের ২ পক্ষের সংঘর্ষ বাঁধে। একে অপরে লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করেন ২ গোষ্ঠীর সদস্যরা। তাদের মধ্যে ছিলেন রফিকুলও। বোমা ছোড়ার সময় হাতের মধ্যেই সেটি ফেটে যায়। যার জেরে তার হাতের তালু ও বেশ কয়েকটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতেই তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী।

‘বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করা যাবে না’‌, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

তৃণমূলের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বিরোধীরা। বিশেষ করে বিজেপি পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। তাই শান্ত কেশপুরকে অশান্ত করার চেষ্টা করছে তারা।

পালটা বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্য বারুদের স্তুপের ওপর বসে আছে। আর সেই বারুদ রয়েছে গুন্ডাদের হাতে। এদের দিয়েই তৃণমূল ভোটে জেতে, টাকা তোলে। তাই তৃণমূল জমানায় এই ঘটনা বন্ধ হবে না।’

 

বন্ধ করুন