বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kharagpur: খড়গপুর রেল পুলিশ সুপার পদটি ফাঁকা, আইজি পদে দুই কর্তা, কেন এমন ঘটল?‌

Kharagpur: খড়গপুর রেল পুলিশ সুপার পদটি ফাঁকা, আইজি পদে দুই কর্তা, কেন এমন ঘটল?‌

রেল পুলিশ। ছবিটি প্রতীকী সৌজন্যে ফেসবুক।

এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। এই রাজ্যে আইপিএস অফিসার নেই সেটা নয়। জেলার পুলিশ সুপার নিয়োগের ক্ষেত্রে ক্রমাগত ক্ষোভ বাড়ছে নবীন আইপিএসদের মধ্যে। সেখানে বাড়তি আইজি নিয়োগ করা হল কেন?‌ উঠছে প্রশ্ন। কারণ এখানে একজন আইজি আছেন। গোটা বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

গত পাঁচ মাস ধরে খড়গপুর জোনের রেল পুলিশের সুপার পদটি ফাঁকা রয়েছে। আবার সম্প্রতি নজিরবিহীনভাবে আইজি পদে একজন আইপিএস অফিসার থাকা সত্বেও আরও একজন বাড়তি আইপিএস নিয়োগ করা হয়েছে। এই গোটা বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে রেল পুলিশের অন্দরেই। বরাবরই রেল পুলিশের প্রশাসনে একজন আইজি থাকেন। সেখানে আরও একজন বাড়তি আইজি কেন নিয়োগ হল?‌ তা নিয়ে উঠছে প্রশ্ন।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ রেল পুলিশ সূত্রে খবর, চলতি বছরের মে মাসে বারুইপুর পুলিশ জেলার এসপি পদে বদলি হন খড়গপুরের রেল পুলিশের সুপার মিস পুষ্পা। তখন থেকেই এই পদটি ফাঁকা রয়েছে। প্রথমে কিছুদিন রেল পুলিশের ডিআইজি আনাপ্পা ই অস্থায়ীভাবে এই পদে কাজ করেছেন। এখন শিয়ালদার রেল পুলিশের সুপার বি ভি চন্দ্রশেখর এই পদে আছেন বলে পুলিশের দাবি।

কেন খড়গপুর জোন স্পর্শকাতর?‌ এই খড়গপুর জোন মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলের বিস্তৃত এলাকা নিয়ে গঠিত। তাই এটা বরাবর অত্যন্ত স্পর্শকাতর। ২০১০ সালে মাওবাদী নাশকতায় এখানেই জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনায় বহ মানুষের প্রাণহানির ঘটে। আবার ২০১৯ সালে ডিসেম্বর মাসে এই জোনের হাওড়া জেলার সাঁকরাইল রেল স্টেশনে নাগরিকত্ব আইনের প্রতিবাদে রেল অবরোধ করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। তফশিলি উপজাতির মর্যাদা এবং সংবিধানের অষ্টম তফশিলে কুর্মীভাষাকে ঠাঁই দেওয়ার দাবিতে জঙ্গলমহলে কুর্মীদের ১০০ ঘণ্টার টানা রেল–সড়কপথ অবরোধের সাক্ষী এই খড়গপুর জোন।

খড়গপুর রেল পুলিশের সুপার পদে স্থায়ী নিয়োগ কবে হবে? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। এই রাজ্যে আইপিএস অফিসার নেই সেটা নয়। জেলার পুলিশ সুপার নিয়োগের ক্ষেত্রে ক্রমাগত ক্ষোভ বাড়ছে নবীন আইপিএসদের মধ্যে। সেখানে বাড়তি আইজি নিয়োগ করা হল কেন?‌ উঠছে প্রশ্ন। কারণ এখানে একজন আইজি আছেন। গোটা বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

বন্ধ করুন