কানে হেডফোন লাইনে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। নিহতের নাম সাহিল আরগরওয়াল (১৯)। সোমবার সকালে খড়গপুর শহরের খড়িদা রেল গেটে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে বন্ধ রেলগেটের নীচ দিয়ে লেভেল ক্রসিং পার করছিলেন সাহিল। কানে লাগানো ছিল হেডফোন। তখন ডাউন লাইন দিয়ে দ্রুতবেগে ছুটে আসছিল হাওড়াগামী রানি শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার। কানে হেডফোন থাকায় ট্রেনের আওয়াজ শুনতে পাননি যুবক। এমনকী রেলগেটে দাঁড়িয়ে থাকা মানুষজন তাঁকে চিৎকার করে সতর্ক করলেও কাজ হয়নি। ট্রেনটি দ্রুত বেগে যুবককে ধাক্কা মারে। ঠিক তখনই উলটো দিকের লাইনে যাচ্ছিল মেদিনীপুরগামী লোকাল ট্রেন। ছিটকে গিয়ে সেই ট্রেনের সামনে পড়ে যুবকের দেহ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রায় ঘণ্টাখানেক পর রেল পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত যুবকের বাড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মালঞ্চ রোড এলাকায়। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন সাহিল। তাঁর চিকিৎসাও চলছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হঠাৎ করে বাড়ির বাইরে বেরিয়ে যেত সে। কিছুক্ষণ পর আবার ফিরে আসত। এদিন তেমনই কাউকে না জানিয়েই তিনি বেরিয়ে পড়েছিলেন। তবে এবার আর ফেরা হল না।