রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে মানুষজন টাকা তুলে থাকে। কিন্তু সেখানে যে কেউ জন্মদিন পালন করতে পারে সেটা কল্পনার বাইরে ছিল। তবে এবার সেটাই ঘটেছে। এটিএম কাউন্টারের ভিতরে এবার নিরাপত্তারক্ষীর জন্মদিন পালন করা হল বলে অভিযোগ। আর এই কাজটি করলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বলে অভিযোগ। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। সুতরাং এই ঘটনা নিয়ে এখন জোর শোরগোল পড়ে গিয়েছে।
রাজ্যে এত জায়গা থাকতে এটিএম কাউন্টারে কেউ জন্মদিন পালন করেন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। আর সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জোর বিতর্ক শুরু হয়েছে। কারণ একজন পঞ্চায়েত সদস্য হওয়া মানে তিনি জনপ্রতিনিধি। আর এই জনপ্রতিনিধি হয়ে এমন কাজ করা যায় না। এটা আইনের চোখে অপরাধ। কারণ এটিএম কাউন্টার মানুষের গোপনীয়তা থাকার কথা। সেখানে জন্মদিন পালন করা কার্যত বেআইনি। এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দায়। তৃণমূল কংগ্রেস অবশ্য বিষয়টা হালকাভাবে দেখছে না। খড়দার বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সবটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: ‘বেসরকারি বাস যে রুটে আছে সেখানে সরকারি পরিষেবা নয়’, ঘোষণা পরিবহণ মন্ত্রীর
স্থানীয় সূত্রে খবর, সোদপুরের এইচবি টাউন এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টার আছে। আজ, বৃহস্পতিবার ওই এটিএম কাউন্টারের যিনি নিরাপত্তারক্ষী তাঁর জন্মদিন ছিল। স্থানীয় পাতুলিয়ায় পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য আশিস চক্রবর্তীর উদ্যোগে সেখানে কেক কেটে ওই নিরাপত্তারক্ষীর জন্মদিন পালন করা হয়। তা এটিএম কাউন্টারের ভিতরেই। এভাবে জন্মদিন পালনের পুরো অনুষ্ঠানটি একটি ভিডিয়ো রেকর্ডিং করা হয়। মোবাইলে তোলা সেই ভিডিয়ো রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তখনই তা ভাইরাল হয়।
ইদানিং রাজ্যের নানা জায়গায় থাকা অবস্থিত এটিএম কাউন্টারে জালিয়াতি হচ্ছে বলে খবর এসেছে। এই অপরাধ ঠেকাতে এখন পুলিশের সাইবার সেল মরিয়া। সেখানে এক এটিএম কাউন্টারের এভাবে গোপনীয়তা লঙ্ঘন করে জন্মদিন পালন একেবারে বেমানান। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারের ভিতরে ঢুকে একজন জনপ্রতিনিধি কেমন করে নিরাপত্তারক্ষীর জন্মদিন পালন করলেন! আশ্চর্য সকলে। এই বিষয়ে দলের শৃঙ্খলারক্ষা কমিটির সভাপতি তথা খড়দার বিধায়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োটি আমি ভাল করে দেখব। আমাদের দলের যে জনপ্রতিনিধি এই কাজ করেছেন, তাঁর কাছে ব্যাখ্যা জানতে চাইব। তারপর দলগতভাবে যা সিদ্ধান্ত নেওয়ার নেব।’