বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এবার অটো চুরির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলেরই অটো ইউনিয়নের সম্পাদক

এবার অটো চুরির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলেরই অটো ইউনিয়নের সম্পাদক

ধৃত অজিত সাউ

তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই চুরির সঙ্গে যুক্ত খড়দহের INTTUC অনুমোদিত অটো ইউনিয়নের সম্পাদক অজিত সাউ। অভিযান চালিয়ে মঙ্গলবার তাঁকে চোরাই অটো সহ খড়দহ স্টেশন রোড থেকে গ্রেফতার করে পুলিশ।

এবার অটো চুরিতেও নাম জড়াল তৃণমূলের। গ্রেফতার হলেন তৃণমূলের অটো ইউনিয়নের সম্পাদক। অজিত সাউ নামে ওই ব্যক্তিকে খড়দহ স্টেশন রোড থেকে গ্রেফতার করেছে পুলিশ। খড়দহ, সোদপুর, কামারহাটি এলাকার একাধিক অটো চুরির সঙ্গে ওই ব্যক্তি যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

গত কয়েক মাসে খড়দহ ও তার লাগোয়া এলাকাগুলি থেকে ৪টি অটো চুরির অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই চুরির সঙ্গে যুক্ত খড়দহের INTTUC অনুমোদিত অটো ইউনিয়নের সম্পাদক অজিত সাউ। অভিযান চালিয়ে মঙ্গলবার তাঁকে চোরাই অটো সহ খড়দহ স্টেশন রোড থেকে গ্রেফতার করে পুলিশ। চুরি যাওয়া বাকি অটোগুলি কোথায় গেল তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

অভিযুক্ত নেতার দায় ঝেড়ে ফেলেছে তৃণমূল। খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার জানিয়েছেন, যে দোষ করবে সে উপযুক্ত শাস্তি পাবে। পুলিশ পুলিশের কাজ করবে। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জয় সাহা বলেন। বিভিন্ন জায়গায় অটোর দৌরাত্ম্য চালাচ্ছে এই ধরনের তৃণমূলের সম্পাদক নামধারী নেতারা। এরা সবাই এই ধরণের চক্রের সঙ্গে যুক্ত। পুলিশ জেরা করলেই সব বেরোবে।

 

বন্ধ করুন