কলকাতার আনন্দপুরে বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় জাল নথি চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। নদিয়ার কৃষ্ণনগরের যাত্রাপুর থেকে মূল অভিযুক্ত বিজয়কুমার রায় (৪১) নামে ওউ ব্যক্তিকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা।
গত ১৩ ডিসেম্বর উত্তর প্রদেশ পুলিশের হানায় কলকাতার আনন্দপুরের গুলশন কলোনি থেকে গ্রেফতার হয় ১৭ জন বাংলাদেশি। খোঁজ পাওয়া যায় এক বিশাল মানবপাচার চক্রের। সেই চক্রের মূল পান্ডা মাহফুজুর রহমানকে গ্রেফতার করে উত্তর প্রদেশ পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদেই বিজয়কুমার রায় নামে ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়।
গোয়েন্দারা জানাচ্ছেন, জাল নথি তৈরির ব্যবসা করতেন এই ব্যক্তি। মাহফুজুরের মতো বহু মানুষের কাছে চড়া দামে জাল নথি বিক্রি করতেন তিনি। তবে ধৃতের কাছ থেকে কোনও জাল কাগজ পাওয়া যায়নি। ২৫ ডিসেম্বর রাতে বিজয়কুমার রায়কে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে আনন্দপুর থানায় আনা হয়েছে। কাকে কাকে কী কী জাল নথি তিনি বানিয়ে দিয়েছেন তার খোঁজ চলছে। এই ঘটনায় এই নিয়ে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ।