বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কোচ-কামতাপুর পৃথক রাজ্য গঠনের দাবি কেএলও প্রধানের, জড়িয়ে নিলেন বিজেপিকে

কোচ-কামতাপুর পৃথক রাজ্য গঠনের দাবি কেএলও প্রধানের, জড়িয়ে নিলেন বিজেপিকে

ভিডিওবার্তায় জীবন সিংহ। ছবি সৌজন্যে ফেসবুক।

ভিডিয়ো বার্তায় তিনি বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা এবং নিশীথ প্রামাণিকের নেতৃত্বে পৃথক কোচ কামতাপুর রাজ্য গঠনের দাবি জানিয়েছেন।

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে বহুবার সরব হয়েছেন কিছু বিজেপি নেতারা। এবার ফের কোচ- কামতাপুর পৃথক রাজ্য গঠনের দাবি উঠল। কেএলও প্রধান জীবন সিংহ একটি ভিডিয়ো বার্তায় এই দাবি তুলেছেন। শুধু এই দাবিই করেননি তিনি, পাশাপাশি বিজেপির দুই মন্ত্রীর নামও তিনি উল্লেখ করেছেন। নিজের বার্তায় তিনি বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা এবং নিশীথ প্রামাণিকের নেতৃত্বে পৃথক কোচ- কামতাপুর রাজ্য গঠনের দাবি জানিয়েছেন। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

কেএলও একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত। সেখানে বিজেপি দুই মন্ত্রীর নাম সংগঠনের প্রধানের মুখে শোনা যাওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে বিজেপি। ( ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।) তবে কেএলও প্রধানের এই ভিডিও বার্তাটি বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ' কেএলও একটি জঙ্গি সংগঠন। তাদের এই বক্তব্য নিয়ে আমাদের কিছু বলার নেই।' তাঁর আরও সংযোজন, ' শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের পশ্চিমবঙ্গকে আমাদের ভেঙে ফেলার কোনও পরিকল্পনা নেই। উনি যে স্বপ্ন দেখেছিলেন সেটাই আমাদের স্বপ্ন।'

অন্যদিকে, তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বিজেপির বিরুদ্ধে রাজ্য ভাগের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, 'বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর বাংলাকে ভাগ করতে উঠেপড়ে লেগেছে বিজেপি।'

যদিও ভিডিয়ো ফুটেজ গলায় হলুদ গামোছা জড়িয়ে যে বক্তব্য রাখতে জীবন সিংহকে দেখা গিয়েছে তার বিরোধিতা করেছেন অসমের কোচরা। তাদের বক্তব্য, যে গামোছা দেখা গিয়েছে তা কোচ নয়, রাজবংশীদের চিহ্ন।

বন্ধ করুন