কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে এসেছে তিনটি ওয়ার্ড। বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল হলেও শতাংশের বিচারে এবারের কলকাতা পুরভোটে বামেদের থেকেও পিছিয়ে রয়েছে। পুরভোটের দিন থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয়েছে বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধীরা। বুধবার নদিয়ার হাঁসখালি ব্লকে দলীয় কর্মসূচিতে গিয়ে পুরভোট নিয়ে আবারও তৃণমূলকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, 'কোন দল কত সিট পাবে, তা মুখ্যমন্ত্রীর ভাইপো তা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন।' তাঁর সংযোজন,' খারাপ ইভিএম দিয়ে ও সিসিটিভি ক্যামেরা বন্ধ রেখে নির্বাচন পর্ব সম্পন্ন করেছে তৃণমূল। আসলে কলকাতায় সেদিন কোনও ভোটই হয়নি।'
শুধু কলকাতা পুরভোট নিয়ে তৃণমূলকে আক্রমণ করেই থেমে থাকেননি শুভেন্দু অধিকারী। রাজ্যে কর্মসংস্থান থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, ' ২০১১ সালের আগে পশ্চিমবঙ্গে ৪০ টি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সেগুলি বন্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে রাজ্যে ৮০ লক্ষ বেকার ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর তা বেড়ে হয়েছে ২ কোটিরও বেশি। পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, 'আগে ৫,০০০ পরিযায়ী শ্রমিক রোজগারের তাগিদে বাংলা ছেড়ে বাইরে কাজ করতে যেতেন। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর বর্তমানে ৪০ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যান।'