বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhishek Banerjee: বিরোধীদের গণতান্ত্রিক ভাবে কী করে পুঁতে দিতে হয় জানা আছে, ডায়মন্ডে বললেন অভিষেক

Abhishek Banerjee: বিরোধীদের গণতান্ত্রিক ভাবে কী করে পুঁতে দিতে হয় জানা আছে, ডায়মন্ডে বললেন অভিষেক

এমপি কাপের উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

শনিবার থেকে শুরু হওয়া এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা এই নিয়ে পঞ্চমবার আয়োজিত হচ্ছে। মাঝে কোভিডের জন্য এক বছর আয়োজন করা যায়নি। এদিন মঞ্চ থেকে অভিষেক বলেন,'মাঠের শত্রুতা যে মাঠেই থাকে, তা যেন মাঠের বাইরে না যায়।'

ডায়মন্ড হারবারে শনিবার এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে এলাকার সাংসদের বার্তা, কোভিড নিয়ন্ত্রণে, উন্নয়নে 'এক নম্বর' ডায়মন্ড হারবার এখন দেশের মধ্যে আলোচিত মডেল। সেই ডায়মন্ড হারবারে আগামী ২০ দিন কোনও রাজনীতি নয় শুধু খেলা হবে।

শনিবার থেকে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতা এই নিয়ে পঞ্চমবার আয়োজিত হচ্ছে। মাঝে কোভিডের জন্য এক বছর আয়োজন করা যায়নি। এদিন মঞ্চ থেকে অভিষেক বলেন,'মাঠের শত্রুতা যে মাঠেই থাকে, তা যেন মাঠের বাইরে না যায়।'

প্রসঙ্গত, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ইতিমধ্যে প্রিমিয়ার ডিভিশনে উত্তীর্ণ হয়েছে। তা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, 'আমি ডায়মন্ড হারবারকে প্রথম ডিভিশনে খেলাব বলেছিলাম। আমরা প্রিমিয়ার ডিভিশনে উত্তীর্ণ হয়েছি।' তাঁর কথায়,'ফুটবল যেন আগামী দিনে জেতে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার উৎস সবার। রাজনীতির ময়দানে রাজনীতি হবে। ২০২২-এর শেষের দিকে আমরা চলে এসেছি। এখন ২০ দিন শুধু খেলা। ২০২৩-এর ১ জানুয়ারি থেকে রাজনীতি হবে। ডায়মন্ড হারবারে ফুটবল উপভোগ করুন।' তিনি আরও বলেন, এখন তো অনেক সাংসদরা আমার দেখাদেখি এমপি কাপ শুরু করছে। ভাল করছেন। ভাল কাজ দেখে কেউ যদি অনুপ্রেরণা পায় তা তো ভালই। আমি তাঁদের অভিনন্দন জানাচ্ছি।'

প্রসঙ্গক্রমে অভিষেক ডায়মন্ড হারবার মডেলের উল্লেখ করে বলেন, ' দেশের মধ্যে মডেল হিসাবে আলোচিত ডায়মন্ড হারবার। নির্বাচনে এক নম্বর, কোভিড নিয়ন্ত্রণে এক নম্বর, খেলায়ও এক নম্বর।' এর পর তাঁর সংযোজন,'খেলার মাঠে খেলা হবে। মেলা হবে। রাজনীতির ময়দানে রাজনীতি হবে। রাজনীতির ময়দানে কী করে বিরোধীদের গণতান্ত্রিক ভাবে পুঁতে দিতে হয় তা জানা আছে।'

বন্ধ করুন